Latest News

6/recent/ticker-posts

Ad Code

করোনা যুদ্ধ ভারতকে IPL এর উপার্জনের অর্ধেক দান করলেন নিকোলাস পুরাণ

করোনা যুদ্ধ ভারতকে IPL এর উপার্জনের অর্ধেক দান করলেন নিকোলাস পুরাণ 




প‍্যাট কামিন্স, ব্রেট লি এর পর এবার আরো এক বিদেশি খেলোয়াড় করোনা যুদ্ধে ভারতকে সাহায‍্যের হাত বাড়ালেন ওয়েস্ট ইন্ডিজের তারকা খেলোয়াড় নিকোলাস পুরাণ। শেলডন জ্যাকসন, শ্রীবৎস গোস্বামী বা দল হিসাবে রাজস্থান রয়্যালস করোনা যুদ্ধে অর্থ সাহায্য করেছে। এবার সেই তালিকায় পঞ্জাব কিংসের তারকা পুরাণ। 


পঞ্জাব কিংসের তারকা জানিয়েছেন, আইপিএল খেলে তিনি যে টাকা পাচ্ছেন, তার একটা অংশ দান করবেন ভারতের করোনা যুদ্ধে।৪ কোটি ২০ লক্ষ টাকা দিয়ে পুরাণকে কিনেছে পাঞ্জাব। সেই অর্থ থেকেই একটা অংশ ভারতের করোনা যুদ্ধে দান করবেন বলে জানিয়েছেন পুরান।


এদিকে, প্রীতি জিন্টার পাঞ্জাব কিংস অক্সিজেন কনসেনট্রেটর ক্রয়ের জন্য অর্থ অনুদান দিচ্ছে। অক্সিজেন কনসেনট্রেটর ক্রয়ের জন্য অর্থ অনুদান দিয়েছেন ক্রিকেট বিশ্বের ভগবান সচিন তেন্ডুলকর।ভারতের করোনা যুদ্ধে সাড়ে সাত কোটি টাকা দান করেছে সঞ্জু স্যামসন-ক্রিস মরিসদের দল রাজস্থান রয়্যালস। খেলোয়াড়রা চাঁদা তুলে সহযোগিতার হাত বাড়িয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code