দুই তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় TMC জানিয়ে কর্মীদের একাধিক নির্দেশ মমতার 






দলীয় প্রার্থী, নেতাদের সঙ্গে বৈঠকে আত্মবিশ্বাসের সাথে দুই তৃতীয়াংশ আসনে নিয়ে ক্ষমতায় ফিরছে তৃণমূল কংগ্রেস জানালেন মমতা বন্দোপাধ‍্যায়। সূত্রের খবর উত্তরবঙ্গ, জঙ্গলমহলে ভাল ফল করবে তৃণমূল কংগ্রেস , সেই ব্যাপারেও আশাবাদী মুখ্যমন্ত্রী। 




পাশাপাশি মমতা বন্দোপাধ‍্যায় দলীয় কর্মী ও নেতাদের একাধিক নির্দেশ দিলেন। নির্দেশাবলী- 

  • ‘গণনার সময় টেবিল ছেড়ে আসা যাবে না’
  • ‘গণনাকেন্দ্রে কর্মীদের গতিবিধি নজর রাখবে দল’
  • ‘শুরুতে বিজেপি এগিয়ে গেলেও, গণনাকেন্দ্র ছাড়া যাবে না’
  • ‘অন্যের খাবার খাওয়া যাবে না, নেতাদের বার্তা মমতার: সূত্র
  • বিহারের নজির টেনে পোস্টাল ব্যালটে গণনার নজরদারির নির্দেশ



আট দফার ম‍্যারাথন ভোট লড়াইয়ের পর ২রা মে ফলাফলের অপেক্ষায় সকলেই। কে জিতবে? কে হারবে? কে বসবে বাংলার মসনদে? চলছে রাজনৈতিক চাপানউতোর। সূত্রের খবর, শুক্রবার দলীয় প্রার্থীদের নিয়ে ভার্চুয়াল বৈঠকে তৃণমূল নেত্রী দাবি করেন, দুই-তৃতীয়াংশ আসনে জিতে ক্ষমতায় ফিরছে তৃণমূলই। এক্সিট পোলের সমীক্ষাতেও তৃণমূল সরকার গঠন করছে বলে উঠে এলেও অন‍্য সুর রাজ‍্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের। দিলীপ ঘোষের দাবি, এক্সিট পোলের হিসেব জানি না, আমরা এগজ্যাক্ট পোলে বিশ্বাসী। বিজেপি ২০০ র কাছাকাছিই আসন পাবে, এখনও প্রত্যয়ী। 




সূত্রের খবর, কার্যত হুঁশিয়ারি দিয়ে বলা হয়, কাউন্টিং এজেন্টদের কার কী আচরণ, সেদিকে নজর রাখবে দল। গণনা কেন্দ্রে সমস্যা হলে, ৯০০৩০০৩০০১ - এই নম্বরে ফোন করে জানানো যাবে তৃণমূলের কন্ট্রোল রুমে।