দুর্দান্ত ৫জি ফোন Oppo-র, দেখুন ফিচার্স


গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখেই এবার বাজারে আসছে সংস্থার A সিরিজের নতুন স্মার্টফোন Oppo A74 4G এবং Oppo A74 5G ৷

থাইল্যান্ড, ফিলিপিন্স এবং কম্বোডিয়ার মতো কিছু দেশে এখন পাওয়া যাচ্ছে Oppo A74 সিরিজের ফোন গুলি। ৪জি এবং ৫জি দুটিতেই পাওয়া যাচ্ছে Oppo A74 সিরিজের ফোন।

Oppo A74 4G ফোনের ফিচার্স-

Android ১১ এবং Color OS ১১.১

৬.৪৩ ইঞ্চি ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে

রিফ্রেশ রেট 60Hz

Snapdragon 662 SoC

৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর

২ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর,

২ মাগেপিক্সেলের ম্যাক্রো শুটার

১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর

ব্যাটারি ৫,০০০mAh

৩৩W ফাস্ট চার্জিং




Oppo A74 5G ফোনের ফিচার্স-

৬.৫ ইঞ্চি ডিসপ্লে,

রিফ্রেশ রেট 90Hz

Snapdragon 480 SoC

৬জিবি LPDDR4X র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ও এক্সপ্যান্ডেবল Micro SD কার্ড।

কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ

৮ মেগাপিক্সেলের সেনসর

১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর

১৮W ফাস্ট চার্জিং সাপোর্ট




কানেকটিভিটি অপশনের ক্ষেত্রে থাকছে ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.০, ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক, জিপিএস, USB Type C পোর্ট।