কোচবিহার নিয়ে কড়া নির্দেশিকা জারি কমিশনের 


আগামী ৭২ ঘণ্টা কোচবিহার জেলার ভৌগলিক সীমানায় রাজনৈতিক নেতা-নেত্রীর প্রবেশ নিষিদ্ধ করলো নির্বাচন কমিশন। রাজ্য বা কেন্দ্রীয় স্তরের কোনও রাজনৈতিক নেতা-নেত্রী, যে কোনও রাজনৈতিক দলের প্রতিনিধি আগামী ৭২ ঘণ্টা কোচবিহার জেলার ভৌগলিক সীমানার মধ্যে যেতে পারবেন না বলেই এক বিবৃতি জারি করা হয়েছে। শুধু তাই নয় প্রচার ক্ষেত্রেও নেওয়া হয়েছে স্টেপ।


কোচবিহারের শীতলকুচিতে ভোটের দিন নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রান হারান ৪ জন ভোটার। এরপরেই উত্তাল বঙ্গ রাজনীতি। ভোটের লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের ওপর গুলি চালানোর ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। এই ঘটনায় আরও ৪ জন আহত হয়েছে।


বাহিনীর গুলিতে চার জনের মৃত্যুর খবর পেয়েই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে রেখেছিলেন রবিবার সকালে ঘটনাস্থলে যাওয়ার কথা। যদিও নির্বাচন কমিশনের কোচবিহার নিয়ে কড়া নির্দেশিকায় তা আর সম্ভব নয়। এপ্রসঙ্গে কমিশনের বিরুদ্ধে পক্ষপাচদুষ্ট আচরণের অভিযোগ তুলেছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। অভিযুক্ত কেন্দ্রীয় বাহিনীকে শাস্তি দিতে বা ঘটনার পূর্ণাঙ্গ তথ্য জানাতে নির্বাচন কমিশন ব্যর্থ বলেও তোপ দাগেন তিনি।