Latest News

6/recent/ticker-posts

Ad Code

বাংলায় বিজেপি ২০০ আসন ছাড়িয়ে যাবে, আসল পরিবর্তন আর মাত্র একমাস দূরে: জয়নগরের সভায় মোদি




বাংলায় বিজেপি ২০০ আসন ছাড়িয়ে যাবে, আসল পরিবর্তন আর মাত্র একমাস দূরে: জয়নগরের সভায় মোদি




জয়নগরের সভায় মোদি। দ্বিতীয় দফার নির্বাচন চলাকালেই রাজ্যে ভোটের প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন মোদি বলেছেন, ‘এবার বাংলায় বিজেপি ২০০ আসন ছাড়িয়ে যাবে।' তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘রক্তের খেলা আর চলবে না।অত্যাচারের খেলা চলবে না।’ নিমতায় বৃদ্ধা শোভা দেবীর মৃত্যু নিয়ে শোকপ্রকাশ করেন। তিনি বলেন, অবাক লাগে, এত অত্যাচারের পরেও দিদি কুল কুল বলেন।দিদি তৃণমূল কুল নয়, বাংলার মানুষের কাছে শূল। বাংলার মানুষের কাছে তৃণমূল অত্যাচারের শূল। দিদি আপনাকে হত্যার হিসেব দিতে হবে।’


মোদি বলেছেন, ‘দিদির কিছু সিদ্ধান্ত বাংলার এক্সিট পোল হয়ে গেছে।দিদি ভবানীপুর ছেড়ে নন্দীগ্রামে গেলেন। ভোটের গতিবিধি বলছে দিদির হার নিশ্চিত।’ পাশাপাশি, বিরোধী দল গুলিকে চিঠি দেওয়া নিয়ে তিনি বলেন, ‘দিদি হারের ভয়ে দেশের কিছু নেতাকে চিঠি লিখেছেন। যদি গত ১০ বছরে বাংলার জন্য কাজ করতেন, তাহলে এক জায়গায় ৩ দিন থাকতে হত না।’ মোদি বলেছেন, ‘আমায় যত খুশি গালাগাল দিন, কিন্তু মানুষকে অপমান করবেন না।আমি বাংলাদেশে গিয়ে ওড়াকান্দিতে মতুয়া মন্দিরে গিয়েছিলাম। তাতেও দিদি রেগে গিয়েছিলেন। হরিচাঁদ ঠাকুরকে প্রণাম করা কি অপরাধ!’



তিনি আরও বলেন, ২ মে বিজেপির সরকার গঠনের পরই কৃষক প্রকল্পের টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। ৩ বছরের বকেয়া টাকাও কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে। আসল পরিবর্তন আর মাত্র একমাস দূরে বলেও জানান মোদী।

দেখুন ভিডিও-

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code