বাঁকুড়ার কুস্থলিয়ায় ভয়াবহ গ্যাস দুর্ঘটনায় মৃত ১,আহত ৭



রঞ্জিত ঘোষ, বাঁকুড়া,১ এপ্রিল:


বৃহস্পতি বার একদিকে যখন বাঁকুড়া জুড়ে চলছে গণতন্ত্রের বড়ো উতসব তথা ভোট গ্রহণ কর্মসূচি, তখন অপরদিকে এদিনই সাতসকালে বাঁকুড়ার কুস্থলিয়ায় ঘটে ঘটে গেল এক মর্মান্তিক গ্যাস দুর্ঘটনা । দুর্ঘটনায় প্রান হারালেন বছর পঁয়ষট্টির এক বৃদ্ধ, আহত হন আরো সাত জন । 


স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতি বার সকাল সাড়ে আট'টা নাগাদ বাঁকুড়ার দেওলি -সালতোড়া রোডের উপর কুস্থলিয়া মোড় সংলগ্ন পুস্পা ভবনের গৃহকর্তা বংশীধর মন্ডলের স্ত্রী পারুল মন্ডল গ্যাস জালিয়ে দুধগরম করতে যান,এবং সেই সময় আচমকাই বাস্ট হয়ে যায় গ্যাস সিলিন্ডারটি সাথে সাথেই বাড়িতে ধরে যায় আগুন।বিস্ফোরনের তীব্রতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়তে থাকে দোতালা বাড়িটির বিভিন্ন অংশ। বাড়ির জানলার কাঁছ ছিটকে পড়ে রাস্তার উপর। ঘটনা স্থানে ছুটে আসে স্থানীয়রা বাড়ির সদস্যের মধ্যে চার জন কে আহত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়।



তারপর ঘটনা স্থলে আসে দমকলের দুটি ইঞ্জিন আসে পুলিশ এবং সেখান থেকে তারা গৃহকর্তা বংশীধর মন্ডলের দেহ মৃত অবস্থায় উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৃতদেহটি বাঁকুড়া সন্মীলনী মেডিক্যাল কলেজ ও হসপিটালে পাঠান। পাশাপাশি উদ্ধার করতে গিয়ে আহতসহ পরিবারের আহত অন্য সদস্যসহ সাত জনকে চিকিত্সার জন্য বাঁকুড়া সন্মীলনী মেডিক্যাল কলেজ ও হসপিটালে পাঠানো হয় ।