Latest News

6/recent/ticker-posts

Ad Code

LIVE UPDATE: বাংলার দুটো গদ্দার বিজেপিকে দিয়ে রাজ্য শাসন করাবে? কটাক্ষ মমতার



 বাংলার দুটো গদ্দার বিজেপিকে দিয়ে রাজ্য শাসন করাবে? কটাক্ষ মমতার


প্রতিশ্রুতি দিয়ে মমতা বলেন, ডানকুনি থেকে রঘুনাথপুর জঙ্গলমহল সুন্দরী শিল্প তালুক হবে।

বাংলার দুটো গদ্দার বিজেপিকে দিয়ে রাজ্য শাসন করাবে? আমি থাকতে সেটা হবে না।

গদ্দার, মীরজাফররা টাকা নিয়ে পালিয়ে গিয়েছে, আক্রমণ মমতার

পাশাপাশি, এদিনের সভা থেকে ফের নাম না করে গদ্দার বলে কটাক্ষ করতে শোনা গেল মমতাকে।

এদিন আমন্ত্রণের সুরে মমতা বলেন, বাবুল সুপ্রিয় একদিন বলেছিল সারদা হচ্ছে রোজভ্যালির প্রথম রোজ। লকেট তো সারদার গলার লকেট,। লকেট হয়ে ঘুরে বেড়ায়। এদের বিরুদ্ধে কোনও কেস নেই, এরা এমপি হবে, এমএলএ হবে।

এদিন চুচুড়ার সভা থেকে কেন্দ্রকে কটাক্ষ করে মমতা বলেন, কেন্দ্র চোখেও দেখে না কানেও শোনে না।


আজ হুগলির চুঁচুড়া, চণ্ডীতলা ও উত্তরপাড়া বিধানসভার কোন্নগর ও ভাঙড়ে জনসভা করবেন তৃণমূল নেত্রী। প্রথমে আজ হুগলী জেলার অন্তর্গত চুঁচুড়ায় জনসভা মমতার।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code