Latest News

6/recent/ticker-posts

Ad Code

বিজেপি বুঝেছে বাংলায় খারাপ ফল হবে, তাই মাইন্ড গেম খেলছে, এনিয়ে বৈঠক করেছে, দাবি যশবন্ত সিনহার



LIVE UPDATE:

বিজেপি বুঝেছে বাংলায় খারাপ ফল হবে, তাই মাইন্ড গেম খেলছে, এনিয়ে বৈঠক করেছে, দাবি যশবন্ত সিনহার 


প্রথম দুই দফায় তো খারাপ ফল করেছে, বাকি ৬য়ে আরও খারাপ হবে তাই ভুল খবর ছড়াচ্ছেঃ যশবন্ত সিনহা



প্রথম দুই দফায় তো খারাপ ফল করেছে বিজেপি, বাকি ৬য়ে আরও খারাপ হবে তাই ভুল খবর ছড়াচ্ছে, জানালেন যশবন্ত সিনহা।


মমতা বন্দ্যোপাধ্যায় আরও এক আসনে লড়বে ছড়াচ্ছে তাঁরা, আমরাও তৈরি, বিজেপি ভুল কথা ছড়াচ্ছে।

যেখানে বিজেপি হারবে মনে করছে আর সেখানেই ইভিএম বদলানোর চেষ্টা করা হচ্ছে। আপনারা তো দেখেছেন আসামে। আসামে হয়েছে বাংলাতেও হতে পারে। সন্দেহ যশবন্তের। 

যশবন্ত সিনহা প্রাক্তন বিজেপি নেতা এখন তৃণমূলের সহসভাপতি।  তিনি জানান, সূত্র মারফত তিনি জেনেছেন বিজেপির সমীক্ষায় প্রথম দুদফায় খারাপ ফল করেছে আর বাকিতেও খারাপ করবে তাই মাইন্ড গেম খেলার পরিকল্পনায় দিল্লীতে বৈঠকে হয়েছে গতকাল। 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code