করোনা আক্রান্ত বর, PPE পড়েই বিয়ে সাড়লেন যুবক যুবতী 





করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে দেশে। যার জেরে বিপর্যস্ত দেশ। করোনার জেরে স্থগিত হয়ে যাচ্ছে একাধিক কর্মসূচি, অনুষ্ঠান। তবে মধ‍্যপ্রদেশের এক বিয়ে আটকালো না এই করোনা কালে। চার হাত এক করতে নির্দিষ্ট তারিখ ঠিক হলেও তার আগেই করোনা আক্রান্ত হন পাত্র। কিন্তু তাতেও থেমে থাকেনি জীবনের স্বপ্ন দেখা। করোনাকে উপেক্ষা করে পিপিই পড়েই বিবাহ বন্ধনে আবদ্ধ হল ওই যুবক-যুবতী। 




গত ১৯ এপ্রিল করোনা ধরা পড়ে পাত্রের। সামনে বিয়ে। চিন্তার ভাঁজ সকলের কপালে। কিন্তু শেষ পর্যন্ত দুই পরিবারের সম্মতিতেই আয়োজিত হয় বিয়ের অনুষ্ঠান। কেবল পাত্রপাত্রীই নয়, উপস্থিত সকলেই পরেছিলেন পিপিই। এমনকী, পুরোহিতেরও পরনে ছিল পিপিই কিট।




করোনা আক্রান্ত হওয়ার পরেও চলছে বিয়ে, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। দুই পক্ষের তরফে মিনতি করায় পরে চলে বিয়ের কাজ। তহসিলদার নবীন গর্গ জানান, আমরা খবর পেয়ে বিয়ে বন্ধ করতে এসে দুইপক্ষের কথা শুনে ও উচ্চ পদাধিকারীদের গাইডেন্স মেনে বিয়েতে বাধা দেননি। তাঁর কথায়, পিপিই কিট পড়ে বিয়ে চলছে, সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা কম।