সুখবর! কমলো গ্যাসের দাম
গত কয়েক মাস ধরে লাগাতার দাম বৃদ্ধির পর এবার কমলো রান্নার গ্যাসের দাম। ফেব্রুয়ারি থেকে একমাসের মধ্যে চার-চারবার বাড়ে রান্নার গ্যাসের দাম। অর্থাৎ, একমাসে দাম বাড়ে ১২৫ টাকা। আর গত তিনমাসের হিসেব ধরলে এলপিজি-র দাম বেড়েছে ২২৫ টাকা! তবে এবার ভোটের মাঝেই ভর্তুকিযুক্ত রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ১০ টাকা করে কমছে। শের তিন বৃহৎ জ্বালানি সরবরাহ সংস্থা-- ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, ভারত পেট্রোলিয়াম ও হিন্দুস্তান পেট্রোলিয়াম সমবেত এই মুল্য হ্রাসের সিদ্ধান্ত নিয়েছে বলে খবর।
বুধবার মধ্যরাত থেকে কার্যকর হয়েছে নতুন দাম। বৃহস্পতিবার থেকে কলকাতায় ১৪.২ কেজি ভর্তুকিযুক্ত রান্নার গ্যাস সিলিন্ডারের দাম হবে ৮৩৫.৫০ টাকা। একইভাবে, দিল্লি ও মুম্বইতে ডমেস্টিক এলপিজি সিলিন্ডারের দাম হবে ৮০৯ টাকা। অন্যদিকে, চেন্নাইতে এর দাম হবে ৮২৫ টাকা।
আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের মূল্য ও ডলারের তুলনায় টাকার দরের ওপর নির্ভর করে ভারতে রান্নার গ্যাসের দাম। ইতিমধ্যে করোনার দ্বিতীয় স্ট্রেন আছড়ে পড়েছে বিশ্বে। বিশেষত ইউরোপের দেশগুলিতে ফলে গ্যাসের চাহিদা বাড়তে পারে বলেই মনে করছে বিশেষজ্ঞরা।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊