পথদুর্ঘটনায় প্রাণ হারালন পাঞ্জাবী গীতিকার
মাত্র ৩১ বছর বয়সে প্রাণ হারালেন পাঞ্জাবী গায়ক দিলজান। মঙ্গলবার অমৃতসরের কাছেই একটি সড়ক দুর্ঘটনায় এই গায়কের মৃত্যু ঘটে।
দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে সেখানকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
অমৃতসর-জলন্ধর জিটি রোডের রাস্তার পাশে একটি ট্রাকের ট্রাকের সাথে সংঘর্ষ হয় গায়কের গাড়ির, গাড়িতে তিনি একা ছিলেন বলে জানা যায়। এদিকে দিলজানের পরিবার বর্তমানে কানাডায় রয়েছেন বলে খবর পাওয়া যায়।
পাঞ্জাব মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং ট্যুইট এ লিখেছেন , "আজকে একটি সড়ক দুর্ঘটনায় তরুণ ও প্রতিশ্রুতিশীল পাঞ্জাবি গায়ক দিলজানের মর্মান্তিক মৃত্যুতে হতবাক। রাস্তায় এই জাতীয় জীবন হারানো অত্যন্ত দুঃখজনক।"
Shocked at the tragic death of young and promising Punjabi singer Diljaan in a road accident earlier today. It is extremely sad to lose young lives like these on road. My condolences to the family, friends and fans. RIP! pic.twitter.com/ZLxQidrO5P
— Capt.Amarinder Singh (@capt_amarinder) March 30, 2021
গত ২৪শে মার্চ ইনস্টাগ্রামে পোস্টের মাধ্যমে ভক্তদেরকে তার একটি গানের অগ্রিম বার্তা জানিয়েছেন।
এই শুভ মূহুর্তেই চিরবিদায় নিয়ে নিলেন তিনি। পাঞ্জাবী গায়ক মহল থেকে ভক্ত মহলে শোকের ছায়া নেমে এসেছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊