কোন কোন হেভিওয়েটের ভাগ্য নির্ধারণ তৃতীয় দফার নির্বাচনে ?

আগামীকাল তৃতীয় দফায় নির্বাচন রাজ্যে। তৃতীয় দফায় ভোট রয়েছে রাজ্যের ৩ জেলার ৩১টি আসনে। এর মধ্যে রয়েছে হাওড়ার ৭টি, দক্ষিণ ২৪ পরগনার ১৬টি এবং হুগলির ৮টি আসন।

উলুবেড়িয়া উত্তর কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী হিসেবে লড়ছেন এই কেন্দ্রের বিদায়ী বিধায়ক, চিকিৎসক নেতা নির্মল মাজি।

উলুবেড়িয়া দক্ষিণে বিজেপির প্রার্থী সদ্য দলে যোগ দেওয়া, অভিনেত্রী পাপিয়া অধিকারী।

আমতা কেন্দ্রে সংযুক্ত মোর্চার হয়ে লড়ছেন এই কেন্দ্রের দু’বারের কংগ্রেস বিধায়ক অসিত মিত্র।

শ্যামপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী

হরিপালে মন্ত্রী তৃণমূল প্রার্থী বেচারাম মান্নার স্ত্রী করবী মান্না.। এই আসনেই প্রতিপক্ষ সংযুক্ত মোর্চার তরফে লড়ছেন আইএসএফ-এর চেয়ারম্যান সিমল সোরেন।

জাঙ্গিপাড়া কেন্দ্র থেকে বিজেপির টিকিটে লড়ছেন দেবজিৎ সরকার।

তারকেশ্বর আসনে বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্তকে। রাজ্যসভা থেকে ইস্তফা দিয়ে বিধানসভা ভোটে লড়ছেন।

পুরশুড়ায় তৃণমূলের প্রার্থী হুগলির জেলা সভাপতি দিলীপ যাদব।

আরামবাগ কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর স্ত্রী সুজাতা মণ্ডল

গোঘাট কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে ফরওয়ার্ড ব্লক ছেড়ে আসা প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ কারককে।
রায়দিঘি আসনে সংযুক্ত মোর্চার প্রার্থী, প্রাক্তন বিধায়ক কান্তি গঙ্গোপাধ্যায়।


রায়দিঘিতে বিজেপি প্রার্থী করেছে শান্তনু বাপুলিকে।


ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রে এবার তৃণমূল প্রার্থী করেছে বিদায়ী বিধায়ক সওকত মোল্লাকে।


বারুইপুর পশ্চিম তৃণমূলের টিকিটে লড়ছেন বিমান বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ রাজ্য বিধানসভার স্পিকার।


অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় ডায়মন্ডহারবারে তৃণমূলকে হারাতে বিজেপি প্রার্থী করেছে তৃণমূল-ত্যাগী দীপক হালদারকে। ডায়মন্ডহারবার কেন্দ্রে সংযুক্ত মোর্চার হয়ে লড়ছেন বামেদের তরুণ মুখ, এসএফআই-এর রাজ্য সভাপতি প্রতীক উর রহমান।