একনায়কতন্ত্রের বিরুদ্ধে, গণতন্ত্র রক্ষা লড়াই করছেন মমতা, মুখ্যমন্ত্রী হলে আরও উন্নতি হবে : জয়া বচ্চন




একনায়কতন্ত্রের বিরুদ্ধে, গণতন্ত্র রক্ষা লড়াই করছেন মমতা, মুখ্যমন্ত্রী হলে আরও উন্নতি হবে : জয়া বচ্চন


তৃণমূল কংগ্রেসের হয়ে এ রাজ্যে প্রচারে এসেছেন সমাজবাদী পার্টির রাজ্যসভা সাংসদ জয়া বচ্চন।


তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করেন।


সাংবাদিক বৈঠকে মমতার সরকারের প্রশংসা করে তিনি বলেন, ‘মমতা ফের ক্ষমতায় এলে বাংলার আরও আরও বেশি উন্নতি হবে। কারণ দিদি যেটা করতে চান, সেই কাজটা উনি সম্পূর্ণ করবেনই।' তিনি বলেন, একনায়কতন্ত্রের বিরুদ্ধে, গণতন্ত্র রক্ষার তাগিদে একা লড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর লড়াইকে সম্মান করি। এখানে অভিনয় করতে আসিনি।



‘মমতাকে যাঁরা পছন্দ করেন না, তাঁদেরকে বলব লজ্জা লজ্জা।' বলেন জয়া।


দেশের মধ্যে মহিলাদের জন্য সবথেকে নিরাপদ রাজ্য পশ্চিমবঙ্গ। বলেও মন্তব্য করেন জয়া।



জয়া আরও বলেন, গণতন্ত্র রক্ষার জন্য একা একজন মহিলা লড়ছেন, সেই মমতাজির পাশে এসে দাঁড়ানোর দায়িত্ব পেয়ে আমার খুব ভালো লেগেছে। গর্বিত বোধ করেছি এই দায়িত্ব পেয়ে। ওঁর মাথা, পা ভেঙে দেওয়া হয়েছে কিন্তু সিংহহৃদয় মহিলার হৃদয়, লড়াই করার ক্ষমতাও কেউ এক বিন্দু চিড় ধরাতে পারেনি।'

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ