বাংলায় ভোটের মাঝেই পরিবর্তন হচ্ছে মুখ‍্য নির্বাচন কমিশনার



বাংলায় ভোটের মাঝেই পরিবর্তন হচ্ছে মুখ‍্য নির্বাচন কমিশনার 


বাংলায় ভোটের মাঝেই মুখ‍্য নির্বাচন কমিশনার সুনীল অরোরার মেয়াদ শেষ। গতকাল ১২ই এপ্রিল মেয়াদ শেষ হয়েছে তাঁর। আসছেন নতুন কমিশনার। আজ দেশের নতুন মুখ‍্য নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব নেবেন সুশীল চন্দ্র। ২০২২ সালে ১৪ই মে পর্যন্ত মুখ‍্য নির্বাচন কমিশনারের দায়িত্ব সামলাবেন তিনি। 




সুনীল অরোরা ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত হন। তার আগে রাজস্থান এবং ভারত সরকারের বহু গুরুত্বপূর্ণ পদ সামলেছেন তিনি। ২০১৮ সালের ডিসেম্বর মাসে ওপি রাওয়াতের পরিবর্তে মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব নেন তিনি। বাংলার ভোট ঘোষণার দিনই একপ্রকার আবেগঘন ভাষায় সুনীল অরোরা জানিয়েছিলেন, “মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে এটাই তাঁর শেষ সাংবাদিক বৈঠক।”




নির্বাচন কমিশনার হিসেবে ২ বছরের মেয়াদকালের আগে সুশীল চন্দ্রা ছিলেন সেন্ট্রাল বোর্ড অব ডাইরেক্ট ট্যাক্সেস-র চেয়ারম্যান পদে। তাঁর দায়িত্বকালে আগামী ২০২২-র ১৪ই মে পর্যন্ত উত্তরপ্রদেশ, পঞ্জাব, গোয়া, উত্তরাখণ্ড ও মণিপুর বিধানসভা নির্বাচন পরিচালনা করবেন সুশীল চন্দ্রা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ