ভোটের প্রচারে ব্যস্ত ধূপগুড়ি বিধানসভার বিজেপি প্রার্থী
ধূপগুড়ি, জয়ন্ত বর্মন :
ভোটের প্রচারে ব্যস্ত ধূপগুড়ি বিধানসভার বিজেপি প্রার্থী। ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিষ্ণুপদ রায় বৃহস্পতিবার সকালে ধূপগুড়ি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হাসপাতাল পাড়া এলাকায় বিজেপি কর্মীদের নিয়ে প্রচার চালান। এদিন হাসপাতাল পাড়া এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন বিজেপি প্রার্থী। দলীয় কর্মী সমর্থকরা প্রার্থীকে ব্যবসায়ীদের সঙ্গে পরিচয় করিয়ে দেন।
এছাড়াও এদিন অনেকেই এগিয়ে এসে বিজেপি প্রার্থীর সাথে হাত মেলান। এরপর হাসপাতাল পাড়া সংলগ্ন শিবমন্দিরে পুজো দেন বিজেপি প্রার্থী কৃষ্ণপদ রায়। এদিন বিজেপি প্রার্থীর সাথে ছিলেন স্থানীয় কাউন্সিলর তথা পৌরসভার বিরোধী দলনেতা কৃষ্ণদেব রায়, ধূপগুড়ি শহর মন্ডল সভাপতি অলোক পাল সহ অনেকে। তবে এবারে বিধানসভা ভোটে ব্যাপক সারা দিচ্ছেন সাধারণ মানুষ বলে মনে করছে বিজেপি নেতৃত্ব। তাই আগাম প্রচারে দেখা মিলছে বিধানসভার প্রার্থীদের। ভোটের আগে কর্মীদের চাঙ্গা রাখতে এই কর্মসূচি ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊