আরোগ্য সেতু অ্যাপ ও Co-WIN পোর্টাল ব্যবহার করে ১৮+ বয়সী কীভাবে রেজিস্ট্রেশন করবেন? জানুন বিস্তারিত 




আজ থেকে শুরু ১৮ থেকে ৪৫ বছর বয়সীদের ভ্যাকসিন নেওয়ার রেজিস্ট্রেশন। আজ ২৮শে এপ্রিল বিকাল চারটা থেকে কেন্দ্রীয় সরকারের Co-WIN portal, Aarogya Setu app and UMANG App- এর মাধ্যমে ভ্যাকসিন নেওয়ার আবেদন করা যাবে।



আরোগ্যা সেতু অ্যাপ্লিকেশন ব্যবহার করে রেজিস্ট্রেশন পদ্ধতি


প্রথমে অ্যাপ স্টোর থেকে আরোগ্য সেতু অ্যাপ্লিকেশন ইনস্টল করুন।

নিজের মোবাইল নম্বর ব্যবহার করে আরোগ্য সেতু অ্যাপে নিজেকে নিবন্ধ করুন।

আপনার মোবাইল নম্বরগুলিতে একটি ওটিপি প্রেরণ করবে তা দিয়ে নথিভুক্ত কনফার্ম করতে হবে।

এরপর, "টিকা" ট্যাবে ক্লিক করুন।

এখন প্রয়োজনীয় তথ্য পূরণ করে টিকা দেওয়ার জন্য নিবন্ধন করুন।



CO-WIN PORTAL ব্যবহার করে রেজিস্ট্রেশন পদ্ধতি


সর্ব প্রথম Co-WIN portal -এ প্রবেশ করুন

মোবাইল নম্বর দিলে তাতে ওটিপি আসবে। মোবাইল নম্বর ভ্যারিফাই করতে হবে।

ওটিপি দেওয়ার পর একটি পেজ খুলবে যেখানে আপনার বিশদ তথ্যাদি যেমন নাম, বয়স, বাসস্থান পূরণ করতে হবে।

পরিচয় প্রমাণের কারণে আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট ইত্যাদি যেকোন পরিচয় পত্র সাবমিট করতে হবে।

বাসস্থান ও পিন কোড দিলে ভ্যাকসিন মিলবে সেই নিকটবর্তী হাসপাতালগুলি দেখা যাবে। সুবিধা মতো সেই হাসপাতাল বেছে নেবেন আপনি। সরকারি ও বেসরকারি উভয় হাসপাতালেরই অপশন দেওয়া হবে।