Latest News

6/recent/ticker-posts

Ad Code

অবশেষে খোঁজ মিলল নজরবন্দি অনুব্রত মণ্ডলের, কার্যত খেললেন লুকোচুরি

অবশেষে খোঁজ মিলল নজরবন্দি অনুব্রত মণ্ডলের, কার্যত খেললেন লুকোচুরি 






আগামীকাল শেষ দফায় বীরভূমে নির্বাচন। তার আগে গতকাল বিকাল ৫টা থেকে বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলকে নজরবন্দি করে নির্বাচন কমিশন। তাঁকে নজরবন্দির দায়িত্বে রাখা হয়েছে নির্বাচন কমিশনের আধিকারিক ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। আজ সকালে বাড়ি থেকে বেড়িয়ে গাড়ি করে গন্তব‍্যে রওনা দেন অনুব্রত। পিছনে পিছনে ছিল নির্বাচন কমিশনের দায়িত্বে থাকা কর্মীরা। কিন্তু কিছুটা দূর গিয়ে হঠাৎ উধাও হয়ে যায় অনুব্রত মণ্ডলের গাড়ি। এরপর হন‍্যে হয়ে খোঁজাখুজি শুরু করে কেন্দ্রীয় বাহিনী। 




নিখোঁজ নজরবন্দি অনুব্রত মণ্ডল কমিশনের চোখে ধুলো দিয়ে শুরু করলো খেলা এমনটাই চলছিল ভাবনা চিন্তা। তবে অবশেষে খোঁজ মিলল তাঁর। কমিশনের তরফে জানানো হয়েছে, মাঝরাস্তায় ট্রাফিক সিগনালে একটু বেশিই এগিয়ে যায় অনুব্রতর গাড়ি, পরে নাগাল পায় নজরদারি দল। তবে কার্যত লুকোচুরিই খেললেন অনুব্রত। 




প্রসঙ্গত, অনুব্রত মণ্ডলের গড় বীরভূমে আগামীকাল শেষ দফায় নির্বাচন। মঙ্গলবার বিকেল ৫টা থেকে ৩০ এপ্রিল সকাল ৭টা পর্যন্ত তাঁকে নজরবন্দি রাখবে কমিশন। এর জন্য বোলপুরে অনুব্রতর বাড়ির বাইরে মোতায়ন হয়েছে ৮ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code