করোনা মোকাবিলায় ১০০ অক্সিজেন কনসানট্রেটর দান করলেন অক্ষয়-ট্যুইঙ্কল





করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় জর্জরিত দেশ। এই পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার ও তাঁর স্ত্রী ট্যুইঙ্কল খন্না। অক্সিজেন সঙ্কট মেটাতে ১০০ অক্সিজেন কনসানট্রেটর দান করলেন অক্ষয়-ট্যুইঙ্কল। এর আগেও, অক্ষয় কুমার প্রাক্তন ক্রিকেটার তথা দিল্লির বিধায়ক গৌতম গম্ভীরের স্বেচ্ছাসেবী সংগঠনে কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে ১ কোটি টাকা আর্থিক সাহায্য করেছিলেন।



করোনা পরিস্থিতিতে ট্যুইঙ্কল সোশ্যাল হ্যান্ডেলে লেখেন, গত কয়েক সপ্তাহে আমি অনেক কিছু উপলব্ধি করলাম। আমার নিজের পরিবারের সদস্য অসুস্থ। কিন্তু, আমি সেখানে বেশিক্ষণ থাকতে পারিনি। আমি আপনাদের সকলকে অনুরোধ করছি, সকলে নিজেদের সামর্থ অনুযায়ী সাহায্যে এগিয়ে আসুন। অন্তত এটা যাতে বলা যায়, এই কঠিন সময় আমাদের মধ্যে থাকা সেরাটা বের করে এনেছে।



প্রসঙ্গত, দেশজুড়ে চোখ রাঙাচ্ছে করোনা। করোনার দ্বিতীয় ঢেউয়ে কার্যত বেসামাল দেশে দেখা দিয়েছে অক্সিজেন সঙ্কট, অভাব হাসপাতাল বেডের। এই পরিস্থিতিতে কার্যত চিন্তিত ভারতের জনগণ। এই পরিস্থিতিতে করোনা মোকাবিলায় সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার ও তাঁর স্ত্রী ট্যুইঙ্কল খন্না।গত ৪ এপ্রিল করোনায় আক্রান্ত হয়েছিলেন খোদ অক্ষয় কুমার। এখন তিনি সুস্থ।