করোনা পরিস্থিতিতে ভারতের পাশে দাঁড়ালো রাশিয়া, বিপুল চিকিত্সা সামগ্রী নিয়ে আসলো ২টি বিমান





করোনা পরিস্থিতি দিনের পর দিন ভয়ঙ্কর রুপ নিচ্ছে। এমন পরিস্থিতিতে একাধিক দেশ ভারতের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করেছে। অনেকেই পাঠিয়েছে অক্সিজেন থেকে শুরু করে চিকিৎসা সামগ্রী। এবার রাশিয়াও সেই সহযোগিতার বাড়িয়ে দিল। করোনা চিকিত্সায় বিপুল ওষুধ-সহ প্রয়োজনীয় চিকিত্সা সরঞ্জাম নিয়ে আজ দিল্লিতে অবরতণ করল রাশিয়ার ২টি বিমান।




জানা যাচ্ছে রাশিয়ার তরফে ২০টি Oxygen Concentrators, ৭৫টি ভেন্টিলেটর, ১৫০টি বেডসাইড মনিটর, Coronavir ও ২২ টন ওষুধ পাঠানো হয়েছে। বন্ধু ভারতের পাশে রয়েছে রাশিয়ান ফেডারেশন। রুশ রাষ্ট্রদূত আরও বলেন, মে মাস থেকেই স্পুটনিক ভ্যাকসিন ভারতে পাঠানো শুরু হয়ে যাবে।




এদিকে, রাষ্ট্রদূত নিকোলাই খুদাসেভ বলেন, ভারতের এই কঠিন সময়ে পাশে দাঁড়াতে করোনা চিকিত্সার সামগ্রী ও ওষুধ পাঠিয়েছে রাশিয়া। দুটি বিমানে ভেন্টিলেটর, বেডসাইড মনিটর, অক্সিজেন কনসেনট্রেটর এবং ওষুধ পাঠানো হয়েছে।