#ResignModi মুছে দিয়ে 'ভুলবশত' সাফাই Facebook-র, কণ্ঠরোধের চেষ্টা কেন্দ্রের অভিযোগ নেটজেনদের




করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত দেশ। হাসপাতালে বেড সঙ্কট, সঙ্কট অক্সিজেনের। বাড়ছে সংক্রমণ, চলছে মৃত্যু মিছিল। করোনা কালে মোদী সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে ফেসবুকে #ResignModi হ্যাশট্যাগে ফেসবুক ওয়ালে কার্যত বন্যা। এমন পরিস্থিতিতে হ্যাশট্যাগটি আশ্চর্যজনকভাবে মুছে দেয় ফেসবুক। এরপরেই শুরু হয় বিতর্ক। সরকারের নির্দেশে ফেসবুক এই হ্যাশট্যাগ মুছে দিয়েছে, প্রতিবাদীদের কন্ঠরোধের চেষ্টা চলছে বলেই অভিযোগ নেট নাগরিকদের। বিরোধিতার মুখে সংস্থা জানিয়েছে,''এটা ভুলবশত ঘটেছে।''



এদিকে করোনার এমন পরিস্থিতিতেই পশ্চিমবঙ্গে চলছে নির্বাচন। আজ অষ্টম দফার নির্বাচন। অষ্টম দফার নির্বাচনের আগে অতিমারি মোকাবিলায় প্রধানমন্ত্রীর বিরোধিতায় পোস্ট ভেসে যায় ফেসবুকে। এরপরেই হ্যাশট্যাগটি হারিয়ে যায় ফেসবুক থেকে। নেট নাগরিকদের অভিযোগ, চলতি বছরেই ফেসবুক ও টুইটারে উপরে সরকারি নিয়ন্ত্রণ আনতে আইন এনেছে কেন্দ্রীয় সরকার আর এই আইনের বলেই ফেসবুককে পোস্ট মোছার নির্দেশ দিয়েছে সরকার। হস্তক্ষেপ করা হচ্ছে মানুষের স্বাধীনতায়। অভিযোগ অস্বীকার করে ফেসবুক জানায় ভুলবশত হ্যাশট্যাগটি মুছে দেওয়া হয়। তবে সেটা সাময়িক। পরে ভুল শুধরে নেওয়া হয়েছে। ভারত সরকারের তরফে কোনও নির্দেশ দেওয়া হয়নি।



এদিকে ফেসবুকের মুখপাত্র জানায়, এটা শুধু এক্ষেত্রেই নয়। এর আগেও অনেক হ্যাশট্যাগে এরকমটা হয়েছে। বিভিন্ন কারণে স্বয়ংক্রিয় অথবা সাধারণ প্রক্রিয়ায় হ্যাশট্যাগ ব্লক করে ফেসবুক। পাশাপাশি সরকারি কোনও নির্দেশিকা তাঁরা পাননি বলেও জানান। প্রসঙ্গত, কিছুদিন আগেই টুইটারে কোভিড সংক্রান্ত পোস্টে রাশ টেনেছে কেন্দ্র। ব্লক করা হয়েছে কৃষি আন্দোলনের একাধিক পোস্ট।