একদিকে ভোট প্রক্রিয়া অন্যদিকে কোভিড সংক্রমনের হার দৈনিক বৃদ্ধি
![]() |
Picture Source- The Hindu |
একদিকে বাংলায় জোরকদমে চলছে বিধানসভা নির্বাচন প্রক্রিয়া অন্যদিকে পার্শ্ববর্তী রাজ্য ওড়িশাতে কোভিড সংক্রমনের হার দৈনিক বৃদ্ধি পেয়েছে বলে সংবাদ মাধ্যম সূত্রে খবর।
গতকাল অর্থাৎ বৃহস্পতিবার ৩৯৪ জনের ইতিবাচক কোভিড পরীক্ষা করানো হয়েছে বলে খবর পাওয়া যায়, যেখানে বুধবারে সেই সংখ্যা ছিল ২৯৭ জন।
অর্থাৎ যা প্রতিদিনের হিসেবের তথ্য অনুযায়ী শতকরা ৩২.৬৫ হারে বৃদ্ধি পেয়েছে বলে অনুমান করা হয়।
সরকারি তথ্য অনুযায়ী খোরদা জেলা থেকে সর্বাধিক ৭০ টি পসিটিভ কেস রয়েছে এবং কালাহান্দি জেলাতে ৪৩ টি, নুয়াপাড়ায় ৪০ টি, বারগড়ে ৩৪ টি ইতিবাচক পরীক্ষা করানো হয়েছে।কালাহান্দির সদর শহরের একটি শিক্ষা প্রতিষ্ঠানে ৩৫ টির বেশি পসিটিভ কেস রয়েছে।
এর বৃদ্ধি পাওয়ার ফলে কালেক্টর ও পৌর কমিশনারদের মতো কর্তৃপক্ষকে কেন্দ্র সরকারি নির্দেশানুযায়ি কন্টেনমেন্ট জোনগুলি সীমাবদ্ধ করার অনুমুতি দেওয়া হয়েছে।
শিক্ষাক্ষেত্রে শারীরিক ক্লাসের অনুমতি দিয়েছে বলে জানিয়ে দিয়ে সরকারের তরফ থেকে ঘোষণা করা হয় পরিস্থিতি বিবেচনা করে বিভাগ তাদের ছাত্রছাত্রীদের অভিভাবকের সম্মতিতে অনলাইনের বিকল্প মাধ্যম আন্তঃস্কুল শ্রেণির পদোন্নতি পরীক্ষার অনুমতি দিতে পারে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊