'ইন্ডিয়ানা জোনস' চরিত্রে এবার অভিনেত্রী ফোবি ওয়ালার-ব্রিজ





ডা. হেনরি ওয়ালটন বিখ্যাত চরিত্র 'ইন্ডিয়ানা জোনস'৷ এ চরিত্রের সাহসিকতার উপর ভিত্তি করে নির্মিত হয় আমেরিকান মিডিয়া ফ্র‍্যাঞ্চাইজির জনপ্রিয় সিনেমা 'ইন্ডিয়ানা জোনস'। ১৯৮১ সালে 'রাইডারস অফ দ্য লর্ড আর্ক' সিনেমা দিয়ে ফ্র‍্যাঞ্চাইজিটির যাত্রা শুরু হয়। জনপ্রিয়তার শীর্ষ ছুঁয়ে যায় 'রাইডারস অফ দ্য লর্ড আর্ক' সিনেমাটি। 

এরপর ২০০৮ সালে মুক্তি পায় সিরিজের সর্বশেষ কিস্তি 'ইন্ডিয়ানা জোনস এন্ড কিংডম অফ দি ক্রিস্টাল স্কুল'। 

এবার দীর্ঘ সময় পর আবারো নতুন কিস্তি আসতে চলেছে। আর সিনেমাটির নতুন কিস্তিতে যোগ দিচ্ছেন  অভিনেত্রী ফোবি ওয়ালার-ব্রিজ। তার বিপরীতে অভিনয় করবেন হ্যারিসন ফোর্ড।

এছাড়াও রয়েছেন আগের চারটি কিস্তিতে কাজ করা অস্কারজয়ী সংগীত পরিচালক জন উইলিয়ামস। সিনেমাটির পরিচালক জেমস ম্যানগোল্ড দ্যা জাকার্তা পোস্ট কে এক বিবৃতিতে জানান, 'সেরা সব শিল্পীদের নিয়ে নতুন সিনেমার যাত্রা শুরু করতে পেরে দারুণ খুশি আমি। স্টিভেন, হ্যারিসন, ক্যাথি, ফ্রাঙ্কদের সঙ্গে নতুনভাবে ফোবি ওয়ালারের সংযোজন অবশ্যই সিনেমাটিকে অন্য মাত্রায় নিয়ে যাবে। সত্যি বলতে আমার মনে হচ্ছে একটি স্বপ্নের টিম পেয়েছি আমি।'