Latest News

6/recent/ticker-posts

Ad Code

টানা পঞ্চম জয়, হায়দ্রাবাদকে ৭ উইকেটে হারিয়ে ফের শীর্ষে চেন্নাই সুপার কিংস

টানা পঞ্চম জয়, হায়দ্রাবাদকে ৭ উইকেটে হারিয়ে ফের শীর্ষে চেন্নাই সুপার কিংস


বিজয়রথ ছুটেই চলেছে 'বয়স্ক' চেন্নাই সুপার কিংসের। টানা পঞ্চম জয়ে ব্যাঙ্গালোরকে সরিয়ে ফের শীর্ষে উঠে এলো কিংসরা। দুই ওপেনারের দুরন্ত অর্ধশতরানের সামনে হায়দ্রাবাদের ১৭১ রানও ছোট পড়ে গিয়েছিলো। ফলস্বরূপ মাত্র ৩ উইকেট হারিয়ে প্ৰয়োজনীয় রান তুলে নেয় ডুপ্লেসিরা।


টসে জিতে ব্যাট করতে নেমে দ্রুত বেয়ারস্টোর উইকেট হারানোর পর শতাধিক রানের পার্টনারশিপ গড়েন অধিনায়ক ওয়ার্নার এবং মনীশ পান্ডে। ওয়ার্নার ৫৫ বলে ৫৭ রান এবং মনীশ পান্ডে ৪৬ বলে ৬১ রান করে দুজনেই লুঙ্গি এনগিডির বলে আউট হন। শেষদিকে উইলিয়ামসন (১০ বলে ২৬) এবং কেদার যাদব (৪ বলে ১২) অপরাজিত থেকে দলকে ১৭১ রানে পৌঁছে দেন। 


জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন দুই কিংস ওপেনার। ঋতুরাজ গায়কোয়ার (৪৪ বলে ৭৫) এবং ডুপ্লেসি (৩৮ বলে ৫৬) দুজনে মিলে ১৩ ওভারেই ১২৯ রান তুলে ফেলেন। এরা ফিরে যাওয়ার পর জয় হাসিল করতে সমস্যায় পড়তে হয়নি মঈন আলী (৮ বলে ১৫) এবং সুরেশ রায়না (১৫ বলে অপরাজিত ১৭) দের। ৯ বল বাকি থাকতেই প্রয়োজনীয় রান তুলে নেন তারা। রশিদ খান একই ৩টি উইকেট নিয়েছেন।


আজকের ম্যাচের সেরা হয়েছেন ঋতুরাজ গায়কোয়ার।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code