ভোট দিতে পারলেন না প্রাক্তন মুখ্যমন্ত্রী বুুদ্ধদেব ভট্টাচার্য

pic source: internet



এই প্রথমবার বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। শারীরিক অসুস্থতার কথা মাথায় রেখেই তাঁকে ভোটকেন্দ্রে না নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়। ফলে ২০১৯ সালের লোকসভার মতোই এই বিধানসভা নির্বাচনেও ভোট দেওয়া হল না প্রাক্তন মুখ্যমন্ত্রীর। এর আগে ২০১৯-এর লোকসভাতেও শারীরিক কারণেই ভোট দিতে যেতে পারেন নি।



বালিগঞ্জ বিধানসভার ভোটার বুদ্ধদেব ভট্টাচার্য শেষবার সস্ত্রীক বালিগঞ্জ পাঠভবন স্কুলে ভোট দিয়েছিলেন ২০১৬ সালে। তারপরেই অসুস্থতা জাঁকিয়ে বসেছে তাঁকে। এর মাঝে করোনা পরিস্থিতি। সব কিছু মিলে ভোট দেওয়ার অনুমতি মেলেনি চিকিৎসকের। তবে এদিন তাঁর পরিবার ভোট দিয়েছে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে।অসুস্থতার জন্যই এই বছর আর বুদ্ধবাবুর ভোটদান সম্ভব নয় বলে জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রী মীরা ভট্টাচার্য।



ভোট দিতে না পারলেও ২০২১-র বিধানসভায় বামফ্রন্টের সাথে ছিলেন বুদ্ধদেব বাবু। ঐতিহাসিক ব্রিগেড সমাবেশে উপস্থিত হতে না পারলেও লিখেছেন বিবৃতি। যা বিগ্রেডে পড়ে শোনানো হয়। এরপর প্রচার চলাকালীন একটি অডিও বার্তাও দেন তিনি।