ষষ্ঠ দফার ভোটের মনোনয়ন পত্র জমা দিলো বিজেপির তিন প্রার্থী
প্রতিনিধি সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান :-
ষষ্ঠ দফার ভোটের মনোনয়ন পত্র জমা দিলো বিজেপির তিন জন প্রার্থী। এরা হলেন ভাতাড় বিধানসভা কেন্দ্রর মহেন্দ্র কোঙার, গলসী বিধানসভার বিকাশ বিশ্বাস, আউসগ্রাম বিধানসভার কলিতা মাঝী।
বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলায় বিজেপির পক্ষ থেকে মনোনয়ন পত্র জমা দেওয়া হল। জেলার ১৬ টি বিধানসভার মধ্যে তিনটি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীরা নিজের নিজের মনোনয়ন পত্র জমা করলেন নির্বাচনী আধিকারিকদের কাছে। হাজারখানেক কর্মী সমর্থকদের সঙ্গে বর্নাঢ্য মিছিল করে প্রার্থীরা আসেন বর্ধমানের নিউ কালেক্টরেট ভবনে। কোভিড বিধি মেনে প্রার্থী সহ তিনজন করে ভিতরে প্রবেশ করেন । এদিন মনোনয়ন পত্র জমা দেন ভাতাড় বিধানসভা কেন্দ্র থেকে মহেন্দ্র কোঙার, গলসী বিধানসভার বিকাশ বিশ্বাস, আউসগ্রাম বিধানসভা থেকে কলিতা মাঝী।
এদিন সকল বিজেপি প্রার্থী জেতার বিষয়ে ১০০শতাংশ আশাবাদী এবং এলাকায় উন্নয়ন করাই প্রথম কাজ বলে দাবী করেন তারা। উল্লেখ্য, অবশেষে কাটলো বিজেপির গলসী বিধানসভা কেন্দ্রে প্রার্থী বিভ্রাট। পূর্ব ঘোষিত প্রার্থী তপন বাগদী বদলে গলসী কেন্দ্র থেকে মনোনয়ন জমা দিলেন এদিন বিজেপির শিক্ষক সেলের নেতা বিকাশ বিশ্বাস।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊