ভোটারদের 'হুমকি'-র অভিযোগ , অভিযোগ অস্বীকার করে ব‍্যাখা কৌশনীর



প্রচারে গিয়ে ভোটারদের 'হুমকি' দেওয়ার অভিযোগ কৃষ্ণনগর উত্তরে তৃণমূল প্রার্থী কৌশানী মুখোপাধ্যায়ের বিরুদ্ধে। নিজেদের সোশ‍্যাল হ‍্যাণ্ডেলে একটি ভিডিও শেয়ার করে কৌশনির বিরুদ্ধেএই অভিযোগ বিজেপির। পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, কৌশানীকে বলতে শোনা যাচ্ছে, "সবার কিন্তু মা-বোন আছে, ভোটটা ভেবে দিবি।"



যদিও হুমকির অভিযোগ অস্বীকার করে তৃণমূল প্রার্থী কৌশানী মুখোপাধ্যায়ের দাবি, বিজেপি-শাসিত রাজ্যের আইনশৃঙ্খলার কথা বলেছিলাম। মাত্র একটা অংশ কেটে তা প্রচার করা হচ্ছে। বিজেপি শাসিত রাজ্যে মহিলাদের ওপর নিগ্রহের কথা উল্লেখ করে তিনি বলেন, "সবার কিন্তু মা-বোন আছে, ভোটটা ভেবে দিবি।" কিন্তু তার একটা অংশ কেটে প্রচার করছে বিজেপি এমনটাই দাবি তাঁর। সেটা শুনে মনে হচ্ছে যেন তিনি হুমকি দিচ্ছেন। 




কৌশানী আরো জানিয়েছেন, তাঁর টিমকে তাঁর বক্তব্যের পুরো অংশ সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে বলেছেন। কি বলছেন কৌশানী-