আইপিএলের মাঝে আচমকা হাসপাতালে ভর্তি মুরলীধরন, চাপে সানরাইজার্স





আইপিএলে সময়টা মোটেই ভালো যাচ্ছে না সানরাইজার্স হায়দরাবাদের। চেন্নাইয়ে নিজেদের উদ্বোধনী ম্যাচে হারার পর, পর পর দুটি ম্যাচের দুটিতে হেরেছে অর্থাৎ তিনটি ম্যাচেই হার। বারবার জয়ের সম্ভাবনা তৈরি করেও জিততে পারছে না ডেভিড ওয়ার্নারের দল।

গত ম্যাচে মুম্বাই এর সাথে জেতা ম্যাচ হেরে কিছুটা হোক চাপে অরেঞ্জ আর্মী। তার মধ্যেই উৎকণ্ঠা মুথাইয়া মুরলীধরনকে নিয়ে। আচমকাই হৃদরোগে আক্রান্ত হন শ্রীলঙ্কার কিংবদন্তি স্পিনার মুথাইয়া মুরলীধরন। তিনি সানরাইজার্সের অন্যতম সাপোর্ট স্টাফ।

চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। অ্যাঞ্জিওপ্লাস্টির মাধ্যমে একটি স্টেন্ট বসানো হয়েছে। সানরাইজার্স শিবির সূত্রে খবর, হাসপাতাল থেকে ছাড়া পেলেই তিনি দলের সঙ্গে যোগ দেবেন।

জানা গিয়েছে, আইপিএলের জন্য চেন্নাই আসার আগেই তাঁর হার্টে ব্লক থাকায় শ্রীলঙ্কায় চিকিৎসকদের সঙ্গে কথা হয়েছিল মুরলীর। প্রাথমিকভাবে বলা হয়েছিল এখনই স্টেন্ট বসানোর দরকার নেই। তবে অসুস্থ বোধ করায় তাঁকে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা অ্যাঞ্জিওপ্লাস্টির পরামর্শ দেন।

একটি স্টেন্ট বসানোর পর মুরলী ভালোই আছেন। খুব শীঘ্রই তিনি মাঠে ফিরবেন বলে আশাবাদী সানরাইজার্স শিবির।