নিজেকে ‘তারছেড়া’ বললেন নোবেল


credit: nobel fb


জি বাংলার সারেগামাপা রিয়েলিটি শোয়ের মাধ্যমে পরিচিতি পেয়েছিলেন বাংলাদেশের মাইনুল আহসান নোবেল। মূলতঃ বাংলাদেশের তারকা শিল্পীদের গান কভার করেই পরিচিতি পেয়েছিলেন তিনি। এরপর থেকে বিভিন্ন সময় বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন নোবেল। বির্তকের কারণে একাধিকবার খবরের শিরোনামও হয়েছেন তিনি।


একসময় অসংখ্য মানুষের অপ্রিয় পাত্র হয়ে উঠেছেন এই নোবেল। যারা বিভিন্ন সময় আপত্তিকর ভাষায় তাকে গালাগাল করেন। তবে দুই দিন আগে  তাদের উদ্দেশ্যে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন 'নোবেল ম্যান'।


শনিবার (১৭ এপ্রিল) নিজের ফেসবুকে নোবেল লেখেন, "আসসালামু আলাইকুম। ব্যাক্তি মাঈনুল আহসান নোবেল। নামটা আকীকা করে জন্মদাতা পিতা-মাতা রেখেছেন। তবে ‘নোবেল ম্যান’ অথবা আপনাদের আলোচিত-সমালোচিত, ভালোবাসার অথবা ঘৃণিত আজকের এই ‘সঙ্গীতশিল্পী নোবেল’। এই নাম অথবা ব্যাক্তিত্বের জন্মদাতা; পিতা বলেন, মাতা বলেন, ভাই অথবা বোন যাই বলেন, সব কিন্তু ‘আপনারা’ নিজেরাই। সুতরাং মা-বাপ তুলে গালাগালি, কটুকথা, বেশি কথা যাই বলছেন; আমি ব্যাক্তি নোবেলের বিন্দুমাত্র গায়ে লাগছে না। তাতে আপনি নিজের সন্তানকেই গালাগাল করছেন বলে আমি মনে করি।


তিনি আরও লেখেন, "হ্যাঁ, মানুষটা আমি তারছেড়া। না হলে কী ১৬৫টি দেশের ২৫ কোটি বাঙালির তার ছিঁড়তে পেরেছি? তবে মুখোমুখি, সামনে এসে ব্যাক্তি নোবেলকে মন্তব্য করার দুঃসাহস করার আহ্বান জানাচ্ছি। পরিণতির দায়ভার আমি নিতে পারবো না। ভালো থাকবেন। অনেক ভালোবাসা। ফি-আমানিল্লাহ্।"