৩৮ রানে হার নাইটদের, ম্যাক্সওয়েল, ডিভিলিয়ার্স ঝড়ে শীর্ষে ব্যাঙ্গালোর



এবছর আইপিএলের শুরু থেকেই দুরন্ত মেজাজে কোহলি ব্রিগেড। যে মেজাজের কাছে আজ হার স্বীকার করলো কেকেআর। রবিবাসরীয় প্রথম ম্যাচে ৩৮ রানে কলকাতাকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে পৌঁছে গেলো ব্যাঙ্গালোর।

আজ টসে জিতে ব্যাট করতে নামলে শুরুতেই আউট হয়ে যান বিরাট কোহলি (৬ বলে ৫) এবং রজত পাতিদার। এরপর দেবদূত পারিক্কাল (২৮ বলে ২৫) ফিরে গেলে মাঠে ঝড় তোলেন গেলেন ম্যাক্সওয়েল এবং ডিভিলিয়ার্স। দুজনেই ৩টি করে ছয় ও ৯টি চার মারেন। ম্যাক্সওয়েল ৪৯ বলে ৭৮ রান করে হরভজনের বলে আউট হলেও  ৩৪ বলে ৭৬ রান করে অপরাজিত থেকে যান ডিভিলিয়ার্স। মূলতঃ এদের দুজনের সৌজন্যে ব্যাঙ্গালোর ২০৫ রানের টার্গেট দেয় নাইটদের সামনে।


জবাবে ব্যাট করতে নেমে ঝড় তুলতে গিয়ে দ্রুত ফিরে যান শুভমান গিল (৯ বলে ২১)। দুই শতাধিক রান তাড়া করার জন্য বলার মতো রান পাননি নীতিশ রানা (১৮), রাহুল ত্রিপাঠি (২৫), ইয়ন মরগ্যান (২৯) রা। দলেরপক্ষে সর্বোচ্চ রান আন্দ্রে রাসেলের (২০ বলে ৩১)। ২০ ওভারে আট উইকেট হারিয়ে ১৬৬  রান তোলে তারা। ব্যাঙ্গালোরের হয়ে ৩টি উইজেট নিয়েছেন কাইল জেমিসন। ২টি করে উইকেট পেয়েছেন মহম্মদ সিরাজ এবং হর্ষল প্যাটেল। 

আজকের ম্যাচের সেরা হয়েছেন মিঃ ৩৬০° এ বি ডিভিলিয়ার্স।