Breaking News: নিজ বিদ্যালয়েই উচ্চমাধ্যমিক, একাদশ শ্রেণির পরীক্ষা বাতিল সহ গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি কাউন্সিলের

Breaking News: নিজ বিদ্যালয়েই উচ্চমাধ্যমিক,  একাদশ শ্রেণির পরীক্ষা বাতিল সহ গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি কাউন্সিলের






বিজ্ঞপ্তিতে বলা হয়েছে [নং- L/PR/S3/2021,তারিখঃ 30/04/2021] "এবছর ২০২১ সালের একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষা কোভিড পরিস্থিতি ও অন্যান্য কারণে বাতিল করা হল। একাদশ শ্রেণীর পরীক্ষার্থীদের দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ করার জন্য বিদ্যায়তনের প্রধানদের অনুরােধ করা হচ্ছে। সেই সঙ্গে এই ছাত্র ছাত্রীদের দ্বাদশ শ্রেণীর প্রথম তিনমাসের মধ্যে শুধুমাত্র উচ্চমাধ্যমিক পরীক্ষা সম্পর্কিত একাদশ শ্রেণীর সংক্ষিপ্ত (Reduced) সিলেবাস সমাপ্ত করার জন্যও অনুরােধ করা হচ্ছে।"

একই সাথে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রয়েছে বিরাট ঘোষণা। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- "এবছর ২০২১ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা পরীক্ষার্থীদের নিজ নিজ বিদ্যায়তনে (HOME VENUE) ইতিমধ্যে ঘােষিত ও নির্ধারিত সূচি ও পরিবর্তিত সময় সারণি (১০টা থেকে ১.১৫ এর পরিবর্তে দুপুর ১২টা থেকে ৩.১৫ মিনিট) অনুযায়ী অনুষ্ঠিত হবে। 

সংসদ আরও জানিয়েছে "কোভিড-১৯ পরিস্থিতির উপর সংসদ নিয়মিত পর্যবেক্ষণ ও নজর রাখছে। প্রয়ােজনে এ বিষয়ে পরিবর্তিত পরিস্থিতি অনুযায়ী সংসদ সিদ্ধান্ত। নেবে এবং সংশ্লিষ্ট সকলকে অবহিত করা হবে। সকলের সহযােগিতা প্রার্থনা করি।"

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

  1. আমি চাই পরীক্ষা অনুষ্ঠিত হক অনলাইনের মাধ্যমে !এই কভিড ১৯ এর ভয়াবহ পরিস্থিতির জন্য|

    উত্তরমুছুন

thanks