ভোটের ফলের আগের দিন দলীয় বৈঠক ডাকলেন মমতা বন্দোপাধ‍্যায় 




আট দফায় বিধানসভা নির্বাচন শেষ হল ২৯শে এপ্রিল। এরপর ২রা মে ভোট গণনা। বাংলার মসনদ কার দখলে সেই ফলের দিকে তাঁকিয়ে রাজ‍্যবাসী। এদিকে ভোট গণনার আগের দিন বৈঠক ডাকলেন তৃণমূল মমতা বন্দোপাধ‍্যায়। জানা যাচ্ছে রাজ‍্যের প্রতিটি বিধানসভার প্রার্থীদের উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ‍্যায়। ভার্চুয়ালে এই বৈঠকে দলের শীর্ষ নেতাদেরকেও উপস্থিত থাকতে বলা হয়েছে পাশাপাশি প্রার্থীর এজেন্টদেরকেও উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। 




জানা গেছে, নির্বাচন পরবর্তী পদক্ষেপ ও কোভিড পরিস্থিতিতে গণনার দিনের কর্মসূচী নিয়ে আলোচনা হবে এই বৈঠকে। মোট ২৮৭ জন প্রার্থীর উপস্থিতিতে এদিন দুপুর দুটো ত্রিশ মিনিটে এই বৈঠক হবে। এবছর ২৯০ আসনে লড়ছে তৃণমূল কংগ্রেস। একজন প্রার্থী করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন এছাড়া কয়েকজন করোনা আক্রান্ত । তাঁদেরকে বাদ দিয়ে হচ্ছে মিটিং। 




এদিকে ২রা মে ভোট গণনা নিয়ে একাধিক বিধি নিষেধ দিয়ে নির্দেশিকা জারি করেছে কমিশন। এমনকি ভোটের ফলের পর বিজয় মিছিলেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।