বিকিনি পড়ে হাতির পিঠে চাপার চেষ্টা করছেন বিদেশি এক মহিলা; Viral ভিডিও
পাহাড় বা জঙ্গল অনেকই বেড়াতে যেতে পছন্দ করে। সারাদিনের কর্মব্যস্ততা ফলে একবার বাইরে কোথা থেকে ঘুরে আসতে মন চায়।একা নইলে বন্ধু বান্ধবীদের সাথে ঘুরতে চলে যায় পাহাড়ের কোলে বা জঙ্গলে।সেখানে নিরিবিলিতে নিজের জন্য সময় বের করে থাকি আমরা।
আমরা অনেকেই সোশ্যাল মিডিয়ার দরুন একটি হাতির যেমন ভালো তেমনি খারাপ রূপ কে দেখতে পেরেছি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিওটি ভাইরাল হয়েছে।
ভিডিওটিতে দেখা গিয়েছে, একটি হাতির পিঠে চাপার চেষ্টা করছেন বিদেশি এক মহিলা।তার পরনে রয়েছে বি-কিনি এবং শর্ট প্যান্ট।সেই অবস্থায় হাতির কান ধরে তার পিঠে চাপার চেষ্টা করছে। অবশেষে সে সফল হয় । হাতিটি যে একটি প্রশিক্ষণপ্রাপ্ত সেটি আপনি ভিডিও দেখলেই বুঝতে পারবেন।
এরপর সেই হাতিটিকে দেখা যায় একটি জলাশয়ের মধ্যে নেমে যেতে এবং সে সুরে সাহায্যে তার শরীরের মধ্যে বসে থাকা মহিলাটিকে জল দিয়ে ভিজিয়ে দিচ্ছে বারবার;এই ঘটনাটি যেমনটি রোমাঞ্চকর পরিবেশ এবং অনুভূতির সৃষ্টি করেছে ঠিক তেমনই অবাক করেছে অনেক জনকে। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও দেখে সেইরকমভাবে হাতির পিঠে চাপার ইচ্ছে প্রকাশ করেছে অনেকেই।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊