পর পর ৩ বার তীব্র ভূ-কম্প-ভয়াবহ ক্ষয়ক্ষতি গৌহাটি , ঘাই সহ একাধিক স্থানে

তীব্র ভূ-কম্পে ভয়াবহ ক্ষয়ক্ষতি গৌহাটি , ঘাই সহ একাধিক স্থানে


source:twitter



৬.৭ মাত্রার ভূমিকম্পের পর আবারও আফটার শোক অনুভূত হয় আসামে, যদিও আফটার শক খুব বেশি তীব্র ছিল না। তবে গৌহাটি , ঘাই সহ একাধিক স্থানে বেশ  ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে । সকাল ৭ টা ৫৮ মিনিটে এবং ৮ টা ১ মিনিটে ৪ রিখটার মাত্রার কম্পন অনুভূত হয় আসামের বিভিন্ন স্থানে। 



প্রসঙ্গত জার্মানির রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে,  7:21 মিনিট নাগাদ আসামের সোনিতপুরের ধেকিয়াজুলির কাছে এই কম্পন তৈরি হয়। যার প্রভাব সমগ্র রাজ্য এবং পার্শ্ববর্তী দেশ বাংলাদেশেও পড়েছে বলে খবর।



6.7 রিখটার মাত্রার এই কম্পন ভূমিস্তরের 10 কিলোমিটার নীচে আঘাত হেনেছে। অগভীর ভূমিকম্পগুলি গভীরতর ভূমিকম্পগুলির চেয়ে তীব্রভাবে অনুভূত হয় কারণ তারা পৃষ্ঠের কাছাকাছি সৃষ্টি হয়।

ভূকম্পের কেন্দ্র ধেকিয়াজুলিতে বেশ কিছু স্থানে ভূপৃষ্ঠে ফাটল তৈরি হয়েছে। মাটির নীচ থেকে উঠে আসছে জল। 


আজকের এই ভূকম্পনে গৌহাটির Taj vivanta hotel সহ বেশ কিছু ক্ষয় ক্ষতির খবর পাওয়া যাচ্ছে। এখনো পর্যন্ত প্রানহানীর খবর পাওয়া যায়নি।  



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ