সাতসকালে ভূমিকম্পে কেঁপে উঠল রাজ্য
Significant earthquake of magnitude 6.7 just reported 12 km northwest of Dhekiajuli, India
জার্মানির রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে, মাত্র 7:21 মিনিট নাগাদ আসামের সোনিতপুরের ধেকিয়াজুলির কাছে এই কম্পন তৈরি হয়। যার প্রভাব সমগ্র রাজ্য এবং পার্শ্ববর্তী দেশ বাংলাদেশেও পড়েছে বলে খবর।
6.7 রিখটার মাত্রার এই কম্পন ভূমিস্তরের 10 কিলোমিটার নীচে আঘাত হেনেছে। অগভীর ভূমিকম্পগুলি গভীরতর ভূমিকম্পগুলির চেয়ে তীব্রভাবে অনুভূত হয় কারণ তারা পৃষ্ঠের কাছাকাছি রয়েছে।
এখনো পর্যন্ত বড় সর কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া না গেলেও সাতসকালে মানুষজন আতঙ্কিত হয়ে পড়ে।
Just experienced a massive earthquake in Assam. Waiting for details
— Himanta Biswa Sarma (@himantabiswa) April 28, 2021
#earthquake #Guwahati
— Sritam Sarkar (@djsritz) April 28, 2021
This was after 1 min of the earthquake pic.twitter.com/DDxhTm4QXX
More information is coming...
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊