প্রায় ৫৩কোটি ফেসবুক ব‍্যবহারকারীর ডেটা লিক




ব‍্যক্তিগত তথ‍্য লিকের অভিযোগ ফেসবুকের বিরুদ্ধে! হ‍্যাঁ এমনটাই খবর। প্রায় ৫৩.৩ কোটি ফেসবুক গ্রাহকের তথ্য লিক হয়েছে। যার মধ‍্যে ভারতেরই প্রায় ৬মিলিয়ন ইউজারের তথ‍্য রয়েছে। আমেরিকা, ইউকে, আফগানিস্তান, ভারত সহ ১০৬টি দেশের প্রায় ৫৩.৩ কোটি ইউজারের তথ‍্য ফাঁসের ঘটনা সামনে এসেছে। 




জানা যাচ্ছে, শনিবার এক হ্যাকিং ফোরামে ফেসবুক ব্যবহারকারীদের নাম, ফোন নম্বর, ফেসবুক আইডি, লোকেশন, জন্মতারিখ এমনকী প্রকাশ্যে আসে ইমেল আইডি সহ ব্যক্তিগত তথ্যাবলী সামনে চলে আসে। ১০৬টি দেশের ৫৩ কোটির বেশি গ্রাহকের ব্যক্তিগত তথ্য সুরক্ষা এর ফলে বিঘ্নিত হতে পারে। 




সংবাদমাধ‍্যমে পাওয়া তথ‍্য অনুসারে, অ্যামেরিকা, ৩২ মিলিয়ন। ইউ কে, ১১ মিলিয়ন, ভারতেও প্রায় ৬ মিলিয়ন ব্যবহারকারীর তথ্য লিক হয়েছে। এছাড়াও রয়েছে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ব্রাজ়িল। 




ব্যক্তিগত ডেটাবেসটির লিক হওয়ার খবর প্রথম সামনে আসে ২০১৯ সালে। টেলিগ্রামে টাকার বিনিময়ে তথ্য বিক্রি করার অভিযোগ ওঠে। পরে ২০২০-র জুন এবং ২০২১ সালের জানুয়ারি মাসে ফের তথ্য লিক হওয়ার খবর সামনে আসে। সাইবার সিকিউরিটি ফার্ম হাডসন রকের প্রধান প্রযুক্তি আধিকারিক অ্যালন গল লিকের বিষয়টি রবিবার একটি টুইট করে বিষয়টি সামনে আনেন।