বিজেপির মিছিলে পা মেলাতে বাংলায় আসছেন যোগী আদিত্যনাথ।





সম্প্রতি নির্বাচন কমিশন ভোটের দিন ঘোষণা করেছে। এবছর ২৯৪ টি আসনে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে ২৭ মার্চ থেকে ২৯ এপ্রিল।আসামে ২৭ মার্চ থেকে ৬ এপ্রিল যে ৩ দফায় ভোট হবে। ফলাপল ঘোষিত হবে ২ মে। 




ভারতীয় জনতা পার্টি বিজেপি আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের জন্য সম্প্রতি 'তারকা প্রচারকদের' একটি তালিকা প্রকাশ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গ ও আসাম উভয় জায়গায় দলের প্রচারে নেতৃত্ব দেবেন। জানা গিয়েছে, বাংলায় ভোটের আগে ২০ বার প্রচারে আসতে পারেন মোদী। যার মধ্যে ২ মার্চ ছিল সূচনা। 




এবার পশ্চিমবঙ্গে আসছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বিজেপির প্রচারে মিছিলে পা মেলাবেন তিনি। জানা গিয়েছে ভারতীয় জনত পার্টির হয়ে যে স্টার ক্যাম্পেনারের নামের তালিকা প্রকাশ হয়েছে তার মধ্যে রয়েছে যোগী আদিত্যনাথ।




তিনি আসাম যাচ্ছেন ১৬ মার্চ।পশ্চিমবঙ্গে আসছেন ১৭ মার্চ।এ রাজ্যে একাধিক মিছিল করবেন তিনি। পাশাপাশি যোগী আদিত্যনাথ তামিলনাড়ু ও কেরালাতেও ভোটের প্রচার করবেন।




প্রসঙ্গত,নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করার পর তৃণমূল, সিপিএম কংগ্রেস জোট তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। বিজেপিও বেশ কিছু প্রার্থীর তালিকা প্রকাশ করেছে। ইতিমধ্যে নন্দীগ্রামে মনোয়নপত্র জমা করেছেন মমতা ব্যানার্জি।