ফের পথদুর্ঘটনা ধূপগুড়িতে-একের পর এক পথদুর্ঘটনায় চিন্তিত শহর থেকে গ্রামের পথচলতি মানুষ



ধূপগুড়ি, জয়ন্ত বর্মন :: ফের পথদুর্ঘটনা ধূপগুড়িতে, শুক্রবার বিকেলে ধূপগুড়ির ঠাকুরপাঠ এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে তিন তিনটি দূরপাল্লার গাড়ি। 

স্থনীয় সূত্রে জানা গেছে, ধূপগুড়ির দিক থেকে গয়েরকাটা দামি একটি ফাঁকা দূরপাল্লার গাড়ি যাচ্ছিল,অপর দিকে দ্রুত গতিতে গয়েরকাটার দিকে আসা দুটি গাড়ি ঠাকুরপাঠ মোড়ের সামনের গাড়িটিকে ধাক্কা মারে পিছনে থাকা একটি গাড়ি ,এরপর ধূপগুড়ির দিক থেকে যাওয়া গাড়িটিকে মাঝখানে গাড়িটি ধাক্কা মারলে ঘটনাস্থলে উল্টে যায় সেই গাড়িটি। 

বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা এর পরেই দেখতে পান ভয়াবহ দুর্ঘটনা। খবর দেওয়া হয় ধূপগুড়ি পুলিশ ও দমকল বাহিনীকে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় দমকল ও ধূপগুড়ি থানার বিশাল পুলিশবাহিনী। তবে এখনো পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি। 

উল্টে যাওয়া গাড়ির চালক সামান্য আঘাত পেয়েছে বলে জানা যাচ্ছে, তবে চিকিৎসাধীন রয়েছে ঐ গাড়ির চালক।

দুর্ঘটনার  জেরে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত থাকে। পুলিশের তৎপরতায় যান চলাচল স্বাভাবিক হয়। একের পর এক পথদুর্ঘটনায় চিন্তিত শহর থেকে গ্রামের পথচলতি মানুষ।