তৃণমূলের সর্বভারতীয় সহ-সভাপতি হলেন সদ্য দলে যোগ দেওয়া প্রাক্তন মন্ত্রী যশবন্ত সিনহা




দীর্ঘদিনের আদর্শ বদলে শনিবার তৃণমূল ভবনে দলীয় পতাকা হাতে তুলে আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দান করেন প্রাক্তন মন্ত্রী তথা বিজেপির প্রবীণ নেতা যশবন্ত সিনহা । তৃণমূল ভবনে তাঁর হাতে দলের পতাকা তুলে দেন তৃণমূলের তিন শীর্ষনেতা ডেরেক ও ব্রায়েন, সুব্রত মুখোপাধ্যায় এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়। বাজপেয়ী জমানায় কেন্দ্রীয় অর্থ ও প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব সামলেছেন তিনি। ঐদিন তৃণমূলে যোগ দেওয়ার ব্যাখ্যা দিতে গিয়ে সেদিন মমতার প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন তিনি। কুর্নিশ জানিয়েছিলেন মমতার যোদ্ধাসুলভ মানসিকতাকে।




নিজের অভিজ্ঞতা, দক্ষতার নিরিখে এবার দলে বড় পদ পেলেন যশবন্ত সিনহা। তৃণমূলে যোগ দিতেই তৃণমূলের সর্বভারতীয় সভাপতি হিসেবে তাঁকে সামনে আনা হল। সোমবার এক বিবৃতিতে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে দলের জাতীয় ওয়ার্কিং কমিটিতে রাখা হয়েছে। পাশাপাশি, তৃণমূলের সর্বভারতীয় সভাপতি করা হয়েছে। সোমবার দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুব্রত বক্সি প্রেস বিবৃতি দিয়ে এ কথা জনিয়েছেন।




এই মুহূর্তে দলের প্রেসিডেন্ট মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক পরবর্তী পদেই এলেন যশবন্ত সিনহা। এবার থেকে তিনি এবং সাধারণ সম্পাদক সুব্রত বক্সি দু’জন একসঙ্গে কাজ করবেন। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে যশবন্ত সিং-কে এই পদে নিয়ে এসে শক্তি বাড়াল তৃণমূল এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। রাজনৈতিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তৃণমূলের শক্তি বাড়বে বলে মনে করা হচ্ছে।