তৃণমূল ছাড়লেন দেবশ্রী রায়!




বিধানসভা নির্বাচনের প্রাক্কালে দলবদল অব্যাহত। একের পর এক নেতা মন্ত্রী তৃণমূল ছেড়েছেন সেসময় আবার অনেকেই যোগ দিয়েছেন তৃণমূলে। এবার তৃণমূল ছাড়লেন দেবশ্রী রায়। কাল থেকেই চলছিল জল্পনা। অবশেষে সম্পাতি হল সেই জল্পনার। রায়দিঘির বিদায়ী বিধায়ক দেবশ্রী রায় দল ত্যাগের বেলায় শোনালো দলের প্রতি অভিমানের সুর।



আজ বেলা গড়াতেই সুব্রত বক্সিকে চিঠি দিয়ে তৃণমূল থেকে সম্পর্ক ত্যাগের কথা জানালেন দেবশ্রী। দল ত্যাগ করে জানালেন, “দল তাঁকে ব্যবহার করেছে। কিন্তু পরিবর্তে উপযুক্ত সম্মান পাননি।” তিনি বলেন, 'দলের জন্য কী করিনি! দলের জন্য সব করেছি। কিন্তু দল আমাকে কী দিয়েছে। দু‍'বার বিধায়ক হয়েছি। কিন্তু মন্ত্রিত্ব দূরের কথা, দল বা সরকারের কোনও কমিটিতেও জায়গা পাইনি।'



প্রসঙ্গত, দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি থেকে গত দু’বারের বিধায়ক তারকা অভিনেত্রী দেবশ্রী রায়। তবে নিষ্ক্রিয়তা এবং দুর্নীতির অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। রাজনৈতিক মহল মনে করছে দলের অন্দরে তাঁকে নিয়ে যে ঘোর অনিশ্চয়তা তৈরি হয়েছে, ক্ষুণ্ণ হয়েছে বিধায়ক ভাবমূর্তি, তা বুঝেই নিজেই আগেভাগে রায়দিঘিতে দাঁড়াতে চান না বলে জানিয়ে দিয়েছিলেন দেবশ্রী। এবার তৃণমূলের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে দল ছাড়লেন তিনি।



তৃণমূল তো ছাড়লেন তবে কি এবার বিজেপিতে যোগ দিতে চলেছেন তিনি। বাড়ছে জল্পনা। তবে অভিনেত্রী পরিষ্কার জানালেন অভিনয়ে ফিরতে চান তিনি। তিনি বলেন, “অভিনয়ে ফিরতে চাই। বেশ কয়েকটি অফারও রয়েছে।”