ভোটপ্রচারে এবার ‘দিদির ১০ অঙ্গীকার’ তৃণমূলের
একুশের বিধানসভা নির্বাচন শুরু হয়ে গেছে। আট দফায় নির্বাচন হবে এবার রাজ্যে। এবার দিদির দশ অঙ্গীকারকে সামনে রেখে প্রচারে তৃণমূল। এখোনো প্রকাশিত হয়নি নির্বাচনী ইস্তেহার। নন্দীগ্রাম দিবসে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করার কথা থাকলেও রাজ্য শাসক দল ইস্তেহার প্রকাশ করেনি। আজ প্রকাশ করার কথা জানা যায়। তবে ইস্তেহার প্রকাশের আগে এই ১০ অঙ্গীকারকে সামনে রেখেই ভোট যুদ্ধে তৃণমূল।
তৃণমূলের ভোটপ্রচারে এবার ‘দিদির ১০ অঙ্গীকার’-
‘দেড় কোটি পরিবারের দুয়ারে মাসিক রেশন সরবরাহ’
‘৫০টি শহরে ২৫০টি মা ক্যান্টিনে ৫ টাকায় খাবার’
‘শিক্ষায় বরাদ্দ বৃদ্ধি, ব্লক প্রতি ১টি মডেল আবাসিক স্কুল’
‘৩০টি জেলা সদরে মেডিক্যাল কলেজ নির্মাণ’
‘৫ বছরে ৫ লক্ষ কোটি টাকার বিনিয়োগ’। ১০ লক্ষ ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ইউনিট তৈরি।
‘বার্ষিক ৫ লক্ষ নতুন কর্মসংস্থান’। রাজ্যে বেকারত্বের হার অর্ধেকে নামিয়ে আনা।
‘প্রথমবার বাংলায় প্রতি পরিবারের মাসিক আয় নিশ্চিত করতে প্রকল্প’
‘১ কোটি ৬০ লক্ষ যোগ্য পরিবারপিছু ৫০০ টাকা সাহায্য’
‘বাংলার যুবদের স্বাবলম্বী করতে স্টুডেন্টস ক্রেডিট কার্ড’। ‘৪ শতাংশ সুদে ১০ লক্ষ টাকা সর্বোচ্চ ঋণ’
‘সুখী কৃষক ও কৃষক বন্ধু প্রকল্পে ৬৮ লক্ষ কৃষককে সাহায্য’।কৃষক বন্ধু প্রকল্পের বছর ১০ হাজার টাকা করে পাবেন ৬৮ লক্ষ কৃষক।
আজ বিকেল ৪ টায় তৃণমূল কংগ্রেসের ইস্তেহার প্রকাশ করা হবে বলে খবর। লালগড়, গোপীবল্লভপুরে মমতা বন্দ্যোপাধ্যায় জনসভা করবেন আজ। জোড়া সভা সেরে কলকাতায় ফিরবেন তৃণমূলনেত্রী। কলকাতায় ফিরেই ইস্তেহার প্রকাশ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।এরপর কাল ফের পশ্চিম মেদিনীপুরে ৩টি জনসভা করবেন মুখ্যমন্ত্রী। কলাইকুণ্ডা, গড়বেতা, কেশিয়াড়িতে সভা করবেন তিনি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊