৮টি ব্যাঙ্কের চেক ও পাসবই বাতিল হবে ১লা এপ্রিল, জেনে নিন কি করতে হবে
১ এপ্রিল থেকে বাতিল ৮টি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের চেক ও পাসবই। বিভিন্ন ব্যাঙ্ক সংযুক্তিকরণের কারণে চেক বই ও পাস বই বাতিল হবে। ফলে আপনাকে সময় থাকতেই ব্যাঙ্কে গিয়ে চেক ও পাস বই পালটে নিতে হবে। পাঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্ক কয়েকদিন আগেই এই সংক্রান্ত নিজ্ঞপ্তি জারি করেছে। ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স ও ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পুরনো চেকবই বাতিল হয়ে যাচ্ছে বলেও জানিয়েছে পিএনবি।
ব্যাঙ্ক গুলির তালিকা-
দেনা ব্যাঙ্ক
বিজয়া ব্যাঙ্ক
কর্পোরেশন ব্যাঙ্ক
অন্ধ্র ব্যাঙ্ক
সিন্ডিকেট ব্যাঙ্ক
ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স
ইউনাউটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
এলাহাবাদ ব্যাঙ্ক
এই ৮টি ব্যাঙ্কের চেক ও পাস বইয়ের মেয়াদ থাকছে ৩১শে মার্চ পর্যন্ত। IFSC ও MICR কোড পরিবর্তন হবে ব্যাংক গুলির। ফলে সময় থাকতেই আপনাকে তা পালটে নিতে হবে। মোবাইল নম্বর, অ্যাড্রেস, নমিনির নাম ইত্যাদি আপডেট করতে হবে। নতুন চেক ও পাসবই পাওয়ার পর বিভিন্ন স্থানে- যেখানে আপনার ব্যাঙ্কিং ডিটেইলস দেওয়া রয়েছে, তা আপডেট করতেও ভুলবেন না।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊