কোচবিহারের ৭টি বিধানসভা কেন্দ্রে মনোনয়ন পত্র জমা দিল SUCI প্রার্থীরা
আজ কোচবিহার জেলার বিধানসভা কেন্দ্রের প্রার্থী মনোনয়নপত্র জমা দিল এসইউসিআই প্রার্থীরা। কোচবিহার জেলার ৯ টি আসনের মধ্যে ৭ টি আসনে আজকেই দলের মনোনীত প্রার্থীরা কর্মী সমর্থকদের নিয়ে মনোনয়ন জমা করে। আগামীকাল বাকি দুটো আসনে প্রার্থী জমা করা হবে বলে জানা গেছে দলীয় সূত্রে।
আজ মনোনয়ন জমা দিলেন যে সকল কেন্দ্রের প্রার্থী দেখে নিন এক নজরে-
১, মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রে- রঞ্জিৎ কুমার রায়
২, মাথাভাঙ্গা বিধানসভা কেন্দ্র- বিকাশ বর্মন
৩, কোচবিহার উত্তর- অনিল চন্দ্র রায়
৪, কোচবিহার দক্ষিণ - নাজমা খন্দকার
৫, শীতলকুচি- জগদীশ অধিকারী
৮, নাটাবাড়ি- আব্দুস সালাম
৯, তুফানগঞ্জ- ভোলা সাহা
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊