বিজেপি ছাড়লেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের!





আজ বিজেপির প্রার্থী তালিকা প্রকাশের পরেই বিজেপির সঙ্গে সম্পর্ক ত‍্যাগ শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের। সূত্রের খবর, দলীয় নেতৃত্বকে বিজেপির সাথে সম্পর্ক ত‍্যাগের কথা চিঠি দিয়ে জানিয়েছেন তাঁরা। রবিবার বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পরেই বেহালা পূর্ব কেন্দ্রে অভিনেতা পায়েল সরকারের নাম ঘোষণা হওয়া মাত্রই সিদ্ধান্ত নেন তাঁরা। জানা যাচ্ছে, দলীয় নেতৃত্বকে পাঠানো চিঠিতে প্রার্থী তালিকায় নাম না থাকায় অপমানিত বোধ করেই দল ছাড়ছেন।




অবশ্য বেহালা পশ্চিম প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করার কথা ভাবা হয়নি। ফলে তিনিও অপমানিত বোধ করেছেন। সেকারণে দু'জনে একসঙ্গে বিজেপি-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন। ফেসবুকে ছবি পোস্ট করে বৈশাখী লেখেন, তুমি চিরকালই আমার আইকন থাকবে। আজকের অপমান আমাদেরকে কোনওভাবে দমিয়ে রাখতে পারবে না। আমরা লড়াই করে ফিরব এবং জিতব।




প্রসঙ্গত, এক সময় তৃণমূলে ছিলেন শোভন। শুধু ছিলেনই না কলকাতার প্রাক্তন মেয়র তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের কিচেন ক্যাবিনেটের প্রাক্তন সদস্য। পরে বিজেপিতে যোগ দেন। এই আসনে প্রার্থী হওয়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন। কিন্তু প্রার্থী করা হল সদ্য বিজেপিতে যোগ দেওয়া পায়েলকে। শোভন ও বৈশাখীর দিকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে শোভেনের স্ত্রী রত্নাকে বেহালা পূর্বে তৃণমূল প্রার্থী করে দেওয়ার পর মনে করা হচ্ছিল রত্নার সঙ্গে বৈশাখীর লড়াই নয়তো শোভনের লড়াই দেখা যাবে। কিন্তু তা আর হল না।