নন্দীগ্রাম কাণ্ডে পূর্ব মেদীনিপুরের DM ও SP -কে অপসারিত করলো কমিশন 




নন্দীগ্রাম কাণ্ডে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। অপসারিত করা হল DM ও SP -কে। বিভু গোয়েলের বদলে নয়া জেলাশাসক হলেন স্মিতা পাণ্ডে। ছাড় পাননি মুখ‍্যমন্ত্রীর নিরাপত্তা অধিকর্তা বিবেক সহায়ও। সূত্রের খবর, পুলিস সুপার ও মুখ্যমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন। 




নন্দীগ্রাম কাণ্ডে শনিবার ভিডিও ফুটেজ-সহ কমিশনকে দ্বিতীয় রিপোর্ট পাঠায় মুখ্যসচিব তবে দুর্ঘটনা নাকি হামলা তা স্পষ্ট করেননি তিনি।উপচে পড়া ভিড় ও প্রবল ধাক্কাধাক্কির প্রমাণস্বরূপ রিপোর্টের সঙ্গে পাঠিয়ে দিয়েছেন ঘটনার ভিডিও ফুটেজ। তদন্তের পর দুর্ঘটনা বলেই শিলমোহর দেয় বিশেষ পর্যবেক্ষক বিবেক দুবে। সূত্রের খবর, কমিশনে বিবেক দুবের দেওয়া রিপোর্টে হামলা উল্লেখ নেই। কোনো প্রমান নেই হামলার। ফলে কার্যত, মুখ্যসচিবের রিপোর্টের সঙ্গে বিশেষ পর্যবেক্ষকের রিপোর্টের পার্থক্য নেই।




নিরাপত্তার দায়িত্বে গাফিলাতির জেরেই এই দুর্ঘটনা বলেই মনে করছে কমিশন। মুখ্যসচিবের রিপোর্ট নিয়ে পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠকের পর এমনটাই মনে করছে কমিশন। তার জেরেই এবার মুখ্যমন্ত্রীর নিরাপত্তা অধিকর্তা বিবেক সহায়, পূর্ব মেদিনীপুরের পুলিস সুপার , এমনকী জেলাশাসককেও সরিয়ে দেওয়া হল। যা নজিরবিহীন।