জলপরি! জলের তলায় হটলুকে ধরা দিলেন আলিয়া ভাট





জলপরি! নাকি শিল্পীর তুলির ছোঁয়ায় উতলে ওঠা যৌবনে যুবতী। এমন রুপেই ধরা দিলেন বলিউড অভিনেত্রী আলিয়া যে লুক মন কেড়েছে অনুরাগীদের। মোহময়ী রুপে গোলাপি বিকিনিতে জলের তলায় নিজের বোল্ড লুক সোশ‍্যাল হ‍্যান্ডেলে প্রকাশ করে মোহময়ী আবেশে সকলকে যেন জড়িয়ে ফেলেছেন তিনি।




শনিবার নিজের সোশ‍্যাল হ‍্যান্ডেলে পোস্ট করা একটি ছবিতে দেখা যায় জলের নিচে সাঁতার কাটছে আলিয়া। যেন এক মৎসকন‍্যা। এই ছবি দেখার পর তাঁর কোনও এক ভক্ত তাঁকে 'জলপরী' বলেছেন, কেউ আবার 'ওয়াটার বেবি' আখ্যা দিয়েছেন। ছবির ক‍্যাপশনে আলিয়া লিখেছেন, ‘ইট ওয়াজ দ্য বেস্ট ডে’। 




আলিয়া ভাট বলিউডের অন‍্যতম ড‍্যাসিং গার্ল। নিজের সোশ‍্যাল পোস্টে ক‍্যাপসনে লেখা ইট ওয়াজ দ‍্য বেস্ট ডে তেই লুকিয়ে রেখেছেন রহ‍স‍্য। কোনদিন সেটাই আসল রহস‍্য‍। দেখে নিন সেই ছবি: