Latest News

6/recent/ticker-posts

Ad Code

ধুমধাম করে পালিত হল কিডজি দিনহাটার ৬ষ্ঠ প্রতিষ্ঠা দিবস ও বার্ষিক অনুষ্ঠান, জোর ‘নেক্সট জেনারেশন’ গড়ার লক্ষ্যে

ধুমধাম করে পালিত হল কিডজি দিনহাটার ৬ষ্ঠ প্রতিষ্ঠা দিবস ও বার্ষিক অনুষ্ঠান, জোর ‘নেক্সট জেনারেশন’ গড়ার লক্ষ্যে

Kidzee Dinhata, Annual Day 2026, Foundation Day Celebration, Puja Dhar, Preschool Education Dinhata, Kids School Event, Nurturing Generation Next,


দিনহাটা, ২৯ জানুয়ারি ২০২৬: অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হল দিনহাটা কিডজি স্কুলের বার্ষিক অনুষ্ঠান ও ৬ষ্ঠ প্রতিষ্ঠা দিবস। গত ছয় বছর ধরে শিশুদের সামগ্রিক বিকাশে এই প্রতিষ্ঠানটি যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে, আজকের অনুষ্ঠানে সেই যাত্রাপথকেই স্মরণ করা হয়।

অনুষ্ঠানের শুরুতেই স্কুলের প্রিন্সিপাল শ্রীমতী পূজা ধর (Puja Dhar) আমন্ত্রিত অতিথিদের উষ্ণ অভ্যর্থনা জানান। আজকের এই বিশেষ দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয়া প্রধান শ্রীমতী কাকলি রায় এবং বিশিষ্ট চিকিৎসক ডঃ বিভাস রায়। প্রিন্সিপাল তাঁর বক্তব্যে জানান, ২৯ জানুয়ারি দিনটি স্কুলের জন্য অত্যন্ত আবেগের, কারণ ঠিক ৬ বছর আগে এই দিনেই কিডজি দিনহাটার পথচলা শুরু হয়েছিল।

বক্তব্য রাখতে গিয়ে প্রিন্সিপাল পূজা ধর শিশুদের ক্রমবিকাশের কথা তুলে ধরেন। তিনি বলেন, “হামাগুড়ি দেওয়া থেকে হাঁটা, কান্না থেকে কথা বলা— এই যে শিশুদের পরিবর্তন, তা আমরা খুব কাছ থেকে দেখি। আমাদের লক্ষ্য শুধুমাত্র পুঁথিগত বিদ্যা নয়, বরং নতুন প্রজন্মকে (Generation Next) ভবিষ্যতের জন্য তৈরি করা। আমরা কারিকুলামের মাধ্যমে শিশুদের মধ্যে ক্রিটিক্যাল থিঙ্কিং, সমস্যা সমাধানের দক্ষতা এবং একে অপরের প্রতি সহানুভূতিশীল হওয়ার শিক্ষা প্রদান করি।”

চিকিৎসক ডঃ বিভাস রায় স্কুলের টিমওয়ার্কের ভূয়সী প্রশংসা করেন। তিনি স্কুলের সাফল্যকে একটি জাহাজের সাথে তুলনা করে বলেন, “জাহাজের ক্যাপ্টেন যদি দক্ষ না হন, তবে জাহাজ সঠিক পথে এগোতে পারে না। প্রিন্সিপাল পূজা ম্যাম এবং তাঁর সহকারী শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমেই আজ স্কুলটি এই উচ্চতায় পৌঁছেছে।” তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, শিশুর জন্মের পর থেকেই তাদের সঠিক মানসিক বিকাশের দিকে নজর দেওয়া প্রয়োজন।

এদিন ছাত্র ছাত্রীদের বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে সাথে অভিভাবকদের অংশগ্রহণ সাংস্কৃতিক অনুষ্ঠানটিকে এক অন্যমাত্রা এনে দেয়। 

এককথায় শিক্ষক, অভিভাবক এবং ছোট্ট পড়ুয়াদের উপস্থিতিতে স্কুল প্রাঙ্গণ এক উৎসবের চেহারা নেয়। আগামী দিনেও শিশুদের ‘ফিউচার রেডি’ (Future Ready) ও ‘লাইফ রেডি’ (Life Ready) করে তোলার প্রতিশ্রুতি দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code