ভোটের আগে জোর ধাক্কা, জয়পুরে লড়তে পাবে না তৃণমূল, সিঙ্গল বেঞ্চের রায় খারিজ ডিভিশন বেঞ্চের
ভোটের মুখে জোর ধাক্কা খেল তৃণমূল। জয়পুরে প্রার্থী দিতে পারবে না তৃণমূল। সিঙ্গল বেঞ্চের রায়কে খারিজ করে জানিয়ে দিল ডিভিশন বেঞ্চ। ফলে জয়পুর ছাড়াই এবারের নির্বাচনে লড়তে হবে তৃণমূলকে। পুরুলিয়ার জয়পুর কেন্দ্রে তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিল করে দিয়েছিল কমিশন।
পুরুলিয়া জয়পুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী ছিলেন উজ্জ্বল কুমার।৯ মার্চ ঝালদার মহকুমাশাসকের দফতরে গিয়ে মনোনয়নপত্র দাখিল করেছিলেন তৃণমূল প্রার্থী। বুধবার স্ক্রুটিনিতে তারিখ ভুল থাকায় বাতিল করে দেয় কমিশন। স্ক্রুটিনির তারিখ পেরিয়ে যাওয়ার পর কমিশনের ওয়েবসাইটে দেখা যায়, তাঁর প্রার্থীপদ বাতিল করা হয়েছে। এরপর কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করেন উজ্জ্বল কুমার।
মামলার শুনানিতে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের সিঙ্গল বেঞ্চ কমিশনের সিদ্ধান্তকে বাতিল করে তৃণমূল প্রার্থীর মনোনয়নপত্রটি গ্রহণ করার নির্দেশ দিলে পাল্টা ডিভিশন বেঞ্চে মামলা করে কমিশন। সেই মামলাতে প্রেক্ষিতে কমিশনে সিদ্ধান্তই বহাল রাখল হাইকোর্টৈর ডিভিশন বেঞ্চ।
ডিভিশন বেঞ্চের শুনানিতে কমিশন জানায় ভোটের মনোনয়নে সমস্যা থাকলে, প্রার্থীকে কমিশনেরই দ্বারস্থ হতে হয়। হাইকোর্ট বা অন্য কোনও আদালতে মামলা করা যায় না। এই যুক্তিকে মান্যতা দিয়েই ডিভিশন বেঞ্চ মনোনয়ন বাতিলছর সিদ্ধান্তকেই বহাল রাখে। জয়পুর কেন্দ্রের নির্দল প্রার্থী নৃপেন মাহাতো ও বাগমুন্ডি কেন্দ্রের নির্দল প্রার্থী বিভূতিভূষণ মাহাতের মনোনয়নও বাতিল করে দিয়েছিল কমিশন। তাঁদেরও রেহাই হল না।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊