অনুরঞ্জন আয়োজিত সপ্তাহব্যাপী নাট্যোৎসবের শুভারম্ভ
নিজস্ব প্রতিনিধি, ঠাকুরনগরঃ পথ পরিক্রমার মধ্য দিয়ে উত্তর চব্বিশ পরগণার গাইঘাটা ব্লকের ঠাকুর নগরে অনুরঞ্জন আয়োজিত সপ্তাহব্যাপী নাট্যোৎসবের শুভসুচনা হল।কবি বিনয় মজুমদারের বাসভবনে এই নাট্যোৎসবের উদ্বোধন করেন লোকশিল্পী রতন কাহার মহাশয়।সূচনা পর্বে পুরুলিয়ার কুড়মী সমাজের এক ঝাঁক নাট্যশিল্পী ধামসা মাদল সহযোগে ঠাকুরনগরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করেন।যেখানে পথচলতি মানুষজন ব্যতিক্রমি এই উৎসব সূচনার মুহূর্তটি উপভোগ করেন।
অনুরঞ্জন নাট্যগোষ্ঠীর কর্ণধার শ্রীমিণ্টু মজুমদার জানান যে- “অনুরঞ্জন’ বরাবরই ব্যতিক্রমধর্মী নাটক পরিবেশনের ব্যবস্থা করে থাকে। তাই এইবারে ৭ম বর্ষের আয়োজনের বিশেষত্ব হিসেবে থাকছে বাংলার বিভিন্ন প্রান্তের আদিবাসীদের দ্বারা রচিত ও অভিনীত বেশ কয়েকটি নাটক”।আজকের এই নাট্যসূচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাট্যকার আশিস চট্টোপাধ্যায় ও কবি বিভাস রায়চৌধুরী সহ বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ববর্গ।
ঠাকুরনগর কবি বিনয় মজুমদার স্মৃতি রক্ষা কমিটির কার্যকরি সম্পাদক শ্রী দীপক মৈত্র মহাশয় জানান যে- ‘ঠাকুরনগর চিকুন পাড়া ব্রীজ মোড় থেকে কুড়মালী জনগোষ্ঠীর কলাকুশলীদের নিয়ে নাচ ও বাদ্যসহযোগে যে নাট্য উৎসবের সূচনা হল তাকে সপ্তাহব্যাপী পরিবেশন করতে কবি বিনয় মজুমদার স্মৃতিরক্ষা কমিটি সর্বতোভাবে সাহায্য করবে”।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊