বর্ধমানে বিজেপি কর্মীদের উপর হামলা অভিযোগ শাসক দলের বিরুদ্ধে



প্রতিনিধি সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান :-


বর্ধমানে বিজেপি কর্মীদের উপর হামলা চালানোর অভিযোগ উঠল শাসকদলের বিরুদ্ধে। যদিও এই অভিযোগ কে পারিবারিক বিবাদ বলে আখ্যা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস। 




আজ সন্ধ্যায় বর্ধমান পৌরসভার ১৬ নং ওয়ার্ডের রামমুদি পল্লী এলাকায় আর নয় বেকারত্বের কর্মসূচি করছিলেন বিজেপি কর্মী সমথকেরা। কর্মসূচি চলাকালীন ১৬ ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের জেলা যুব সভাপতি রাসবিহারী হালদারের লোকজনেরা তাদের উপর হামলা চালায়,বাড়ি ভাংচুর করে, বলে অভিযোগ করেন বিজেপির যুব মোর্চার সভাপতি শুভম নিয়োগী।তৃণমূলের হামলায় একই পরিবারের তিনজন বিজেপির কর্মী আহত হয়েছেন। আহতদের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা করানো হয় বলে জানান শুভম।



শুভম বলেন, ওই এলাকায় সুরজিৎ মিস্ত্রী বিজেপির একজন সক্রিয় কর্মী। সুরজিৎের নেত্রীত্বে আর নয় বেকারত্ব কর্মসূচি চলছিলো। কর্মসূচীতে মানুষের উচ্ছাস দেখে ভয় পেয়ে যায় শাসকদল। এর ফলেই তারা আমাদের উপর হামলা চালায়।এই ঘটনার পরিপেক্ষিতে অভিযোগ দায়ের করা হয় বর্ধমান সদর থানায়। দোষীদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন কোনো পদক্ষেপ না নিলে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দেন শুভম। 



তবে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন এটা ওদের দুই পরিবারের পারিবারিক বিবাদ,এর সঙ্গ তৃণমূল কংগ্রেসের কোন সম্পর্ক নেই।ওই এলাকায় বিজেপির মাটি নেই।তাই ওই পারিবারিক বিবাদ কে বিজেপি রাজনৈতিক রংলাগাতে চাইছে।এটা মিথ্যা অভিযোগ তুলছে বিজেপি।১৬ নং ওয়ার্ডের রামমুদি পল্লী এলাকায় তৃণমূল কংগ্রেস পায়ের মাটি যথেষ্টই শক্ত আছে বলে জানান প্রসেনজিৎ দাস।