রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা স্বপন দাশগুপ্তের
রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন স্বপন দাশগুপ্ত। পদত্যাগপত্র পাঠিয়েছেন চেয়ারম্যানের কাছে।
রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্তকে প্রার্থী করেছে বিজেপি এরপরেই সাংসদের পদত্যাগের দাবি তুলে টুইট করেন মহুয়া মৈত্র। সংবিধানের দশম তফসিলে উল্লেখ আছে, রাজ্যসভার কোনও মনোনীত সদস্য, শপথগ্রহণের ৬ মাস পর যদি কোনও রাজনৈতিক দলে যোগ দেন, তাহলে তাঁর সাংসদপদ বাতিল হয়ে যায় বলেই দাবি করেন মহুয়া।
এদিকে স্বপন দাশগুপ্ত প্রার্থী হওয়ায় ক্ষোভ বিজেপির একাংশের। এমনকি আরামবাগ সাংগঠনিক জেলার সহ সভাপতি গণেশ চক্রবর্তীও এর বিরোধিতায় সরব বলেই সূত্রের খবর। জেলা সভাপতির বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন তিনি।
প্রসঙ্গত, শুধু স্বপন দাশগুপ্তের ক্ষেত্রেই নয় রাজ্যের একাধিক বিধানসভায় বিজেপির প্রার্থী নিয়ে বিজেপির অন্দরেই চলছে ক্ষোভ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊